কলারোয়া প্রতিনিধি :কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বসত বাড়ী নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫জুলাই) সকালে সরেজমিনে দেখা গেছে-উপজেলার হেলাতলা ইউনিয়নের জাফরপুর গ্রামের মৃত আব্দুল করিম এর ছেলে আবুল কাশেম, আবু তালেব, মাসুম বিরোধপূর্ণ ধান চাষকৃত জমিতে বসত বাড়ী নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে শুভংকরকাটি গ্রামের মৃত খন্দকার আজিজুর রহমানের ছেলে খন্দকার নূর হোসেন বাদী হয়ে সাতক্ষীরার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৫ ধারায় একটি মামলা করেন। যার মামলা নং-১২৭৮/২২। এই মামলা চলাকালে বিরোধপূর্ণ জমির কোন চুড়ান্ত রায় না হওয়ার আগেই আবুল কাশেম, আবু তালেব, মাসুম আদালতের আদেশ অমান্য করে ওই জমিতে ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। মামলার বাদী খন্দকার নূর হোসেন জানান-তার নালিশি বিবরণী জমিতে অবৈধ ভাবে বসত ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে প্রতিপক্ষরা। জাফরপুর মৌজায় হাল ১৭০ দাগে ৩৩০০একর জমি রয়েছে। ওই দাগের জমিতে প্রতিপক্ষরা গত ৩০জুন সকাল সাড়ে ১০টার দিকে জোর পূর্বক বসত ঘর নিমার্ণ কাজে করে। এতে বাধা দেয়াতে তারা ক্ষিপ্ত হয়ে লোহার রড়, দা, লাঠি, কোদাল নিয়ে খুন জখম করার জন্য হামলা করে। এঘটনায় তিনি ন্যায় বিচার পাওয়ার জন্য সাতক্ষীরা আদালতে একটি মামলা করেন। বর্তমানের মামলাটি চলমান রয়েছে। এদিকে অভিযুক্তরা ঘটনাস্থানে না থাকায় তাদের মন্তব্য নেয়া সম্ভব হয়নি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *