ফারুক হোসাইন রাজ, স্টাফ রিপোর্টার : সমাজিক অঙ্গনে শান্তি শৃঙ্খলা ও উন্নয়ন বজায়সহ স্বেচ্ছায় সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সাতক্ষীরার কলারেয়ায় জাঁকজমকপূর্ণ এক সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের মাঝে বাইসাইকেল সেলাই মেশিন ও বিশেষ পুরস্কার বিতরণ করা হয়েছে৷ মঙ্গলবার ( ৩১ মে) দুপুরের উপজেলা হলরুমে শান্তি, শৃঙ্খলা, উন্নয়নে সর্বত্রে আমারা’’ এ স্লোগানকে সামনে রেখে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা হালিমা খাতুনের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাতক্ষীরার জেলা কমান্ডেন্ট মোরশেদা খানম সকল সদস্যদের সমাজে শান্তি শৃঙ্খলা ও উন্নয়নে অপ্রতিরোধ্য ভূমিকা রেখে কাজ কারার আহ্বান করেন৷ পরে তিনি দাপ্তরিক কার্যক্রম ও সমাজে অবদান রাখায় চার জন আনসার ভিডিবি সদস্যকে বাইসাইকেল, একজনকে সেলাই মেশিন ও অন্যান্য সদস্যদের বিভিন্ন ধরনের পুরুষ্কার বিতরণ করেন৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মৃধা৷
প্রধান অতিথির বক্তব্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতক্ষীরা জেলা কমান্ডেন্ট মোরশেদা খানম বলেন, উপজেলায় আনসার ভিডিবি’র সদস্যদের মধ্যে ৬৯ জন নারী পুরুষ সন্মানী ভাতা পায়৷ সকলে যাতে ভাতার আওতায় আসেন এজন্য সদস্যদের দাবী ও প্রত্যাশা শুনে তা পূরণে আশ্বস্ত করেন৷ বিপুল সংখ্যক জনগোষ্ঠীর নিয়ে সামাজিক অঙ্গনে শান্তি শৃঙ্খলা উন্নয়ন রক্ষায় আনসার ভিডিবি সদস্যরা কাজ করছে৷ গ্রাম প্রতিরক্ষায় ভিডিবির সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রেখে কাজ করে যাচ্ছেন৷ তাদেরকে এমন ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও সেবামূলক কাজ করতে কমান্ড করার প্রয়োজন হয়না বরং তারা নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবী হিসেবেও আনসার ভিডিবি’র সদস্যরা কাজ করেন পরবর্তীতে তাদের কাজের মূল্যায়নে বিশেষ বিবেচনায় তাদের মধ্যে থেকে কিছু সংখ্যককে সম্মানীও দেওয়া হয়৷ আনসার ভিডিবির সুনাম অক্ষুণ্ণ রেখে যে সকল সদস্যরা সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সেবামূলক কাজ করেছেন তাদেরকে পুরুষ্কার প্রধান মন্ত্রীর পুরস্কার প্রাপ্তির জন্য আবেদন করতে আহ্বান করেন৷
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, প্রাকৃতিক দূর্যোগে অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রাথমিক সহায়তা ও সাহসী মনোবল বাড়াতে আনসার ভিডিবি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে কাজ করছে৷ দেশে বর্তমানে নির্বাচনী সহিংসতা প্রতিরোধ ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনসার ভিডিবি সদস্যের অবদান অপরিসীম৷ কিন্তু তারা বেতনের পরিবর্তে তারা সম্মানী ভাতাও পেতে বিড়ম্বনায় পড়েন৷ তারা যাতে সকলে পরিবার চালানের মতো ভাতার আওতায় আসেন এজন্য উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন৷
উপজেলা আনসার ভিডিবি গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা হালিমা খাতুন বলেন, উপজেলা প্রশাসনিক দপ্তর নির্বাহী কর্মকর্তা কার্যালয়, সোনালী ব্যাংক, রুপালি ব্যাংকের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রেখে করে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৫ জন সদস্যরা সুনামের সাথে কাজ করছে। উপজেলাতে সমাজিক অঙ্গনে আনসার ভিডিবি’র নারী পুরুষ মিলে মোট ১০ হাজার ৮৯৯ জন সদস্যরা কাজ করছে। উপজেলায় আনসার ভিডিবি’র কার্যক্রম সুষ্ঠু নিরপেক্ষ ভবে যাতে বাস্তবায়ন হয় ও এলাকার শান্তি শৃঙ্খলা উন্নয়নে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখতে পারে এজন্য তিনি সকলের নিকট সহযোগিতা কামনা করেন৷
উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষীকা মোমেনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কুমার সরকার, মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, আনসার ভিডিবি ব্যাংক কর্মকর্তাসহ উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার নারী পুরুষ আনসার ভিডিবি’র কমান্ডার সদস্যসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ৷

 

ছবি ক্যাপশন: সাতক্ষীরার কলারোয়া উপজেলা হলরুমে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷




Leave a Reply

Your email address will not be published.