ফারুক হোসাইন রাজ : সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা পর্যায়ে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ক ও খ গ্রুপের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে৷ এ বছর কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১২৭টি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতিযোগিতায় উপজেলার সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ও হলরুমে দুইদিন ব্যাপি গত ৫ ও ৬ জুন রবিবার ও সোমবারে অনুষ্ঠিত বিভিন্ন বিষয়ের ৪৮টি ইভেন্টের প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে মোট ২২ হাজার শিক্ষার্থীরা অংশ নেয়। যেখানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ক গ্রুপ ও তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে খ গ্রুপে বিভক্ত করা হয়েছে৷ মঙ্গলবার (৭ জুন) সকালে উপজেলা পৌর সদরের সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচএম রোকুনুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে সকল বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ও জেলা পর্যায়ের জন্য চুড়ান্ত ২৮ জন শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়৷

এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচএম রোকুনুজ্জামান বলেন, আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় কলারোয়ার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ১৪৮টি পুরস্কার বিতরণ ও খ বিভাগ থেকে সাতক্ষীরা জেলা পর্যায়ের জন্য চুড়ান্ত নির্বাচন করে ২৮ জন প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়৷কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, শিশুকাল থেকে শিক্ষার্থীরা বাঙালি সংস্কৃতি ও খেলাধুলার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেলে তাদের মানসিক বিকাশ হবে৷

খ বিভাগ থেকে প্রথম স্থান অর্জন কারী জেলা পর্যায়ের জন্য চুড়ান্ত শিক্ষার্থী বর্ষা মনি প্রিয়ার বাবা পলাশ কুমার দাশ বলেন, শিশুদের লেখা পড়ার পাশাপাশি ভিন্ন ধরনের অনুশীলন ও চর্চা করলে, তারা শারীরিক ও মানসিকভাবে সত্য ও সুন্দরকে ধারণ করতে শিখবে। তাদের এই সুযোগ করে দেওয়া পরিবার শিক্ষা প্রতিষ্ঠানসহ সবার মিলিত দায়িত্ব ও কর্তব্য।এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর অশোক কুমার বিশ্বাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমান, রবি শংকর দেওয়ান, হারুন আর রশিদ, মোঃ আশেকুজ্জামান, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, শ্রিপতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শেখ নুরুল্লাহসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক প্রমূখ।




Leave a Reply

Your email address will not be published.