কলারোয়ায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত দুর্নীতিবিরোধী এ দিবসের কর্মসূচির মধ্যে ছিলো: জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন, শান্তির প্রতীক কবুতর উড্ডয়ন, মানববন্ধন এবং আলোচনা সভা। শুক্রবার সকাল ৯ টায় কবুতর উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এরপর উপজেলা পরিষদ তোরণের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে পালিত হয় মানববন্ধন কর্মসূচি। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস ও থানার পরিদর্শক(তদন্ত) বাবুল আক্তার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান। সভায় বিষয়ভিত্তিক আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, কলারোয়া পাবালিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান ও লতিফা আখতার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ, শিক্ষক উৎপল কুমার সাহা, শিক্ষক অনুপ কুমার, সাংবাদিক শেখ শাহাজাহান আলি শাহিন, সরদার জিল্লুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।

কলারোয়া প্রতিনিধি।




Leave a Reply

Your email address will not be published.