সমাজের আলো : কবর স্থানের প্রবেশ পথ আটকে দিয়ে পুকুর খনন করার প্রতিবাদ করায় এক ইউপি সদস্য সন্ত্রাসীদের হাতে লাঞ্চিত হয়েছে। ঘটনাটি ঘটেছে, কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে। ইউপি সদস্য শাফিজুল ইসলাম শাফি বৃহস্পতিবার (৮জুলাই) বিকালে অভিযোগ করে বলেন, তার ওই গ্রামে ২দাগে সাড়ে ১১শতক জমি আছে। এর মধ্যে এক দাগে সাড়ে ৩শতক ও আরেক দাগে ৮শতক জমি রয়েছে। ওই জমির মধ্যে তার পারিবারিক কবর স্থান ও পুকুরের কিছু অংশ রয়েছে। ওই পুকুরটি পড়ে থাকায় তিনি বিভিন্ন ধরনের প্রায় ৫০/৬০ হাজার টাকার সাদা মাছ চাষ করেন। প্রতিবেশী একুব আলী ও তার পরিবারের সদস্যরা জোর পূর্বক ওই পুকুরের মাছ ধরে বিক্রয় করে দেয়। এতে ইউপি সদস্যের প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়। এর পরে তারা বসে নেই ইউপি সদস্য শাফিজুল ইসলাম শাফির পারিবারিক কবর স্থানে যাওয়ার প্রবেশ পথে বড় করে পুকুর খননের কাজ শুরু করে। এতে তিনি প্রতিবাদ করাতে একুব আলী, ফজর আলী, জহুরুল, আশরাফ, ইউনুচ আলী, সোহরাফ আলী, জের আলী, মেহের আলী, ইমরানসহ ১৫/২০ দলবদ্ধ হয়ে সন্ত্রাসী কায়দায় ইউপি সদস্যকে ধরে টানা হেঁচড়া করে লাঞ্চিত করে। ওই দিন ৩জুলাই তিনি বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ তার পরের দিন ৪ জুলাই ঘটনা স্থান পরিদর্শন করেন। এদিকে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে একুব আলী সাংবাদিকদের দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছেন। অন্যদিকে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন,তার পরিষদে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে একটি অভিযোগ রয়েছে। করোনা শেষ হলে উভয় পক্ষকে ডেকে বিষয়টি নিষ্পত্তি করা হবে।




Leave a Reply

Your email address will not be published.