আতাউর রহমান : কলারোয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বিকেলে থানা চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খাঁন। ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’- শীর্ষক প্রতিপাদ্যে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো.আবু নসর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ইউনসু আলী খাঁন প্রমুখ। কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), লাঙ্গলঝাড়ার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এমএ কালাম, সোনাবাড়িয়ার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই রেজাউল ইসলাম। থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীরের সার্বিক তত্বাবধায়নে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন থানা মসজিদের খতিব সাংবাদিক প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী। অনুষ্ঠানে আইনশৃংখলা বাহিনী ও বিভিন্ন সংস্থার সদস্য, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে নানান শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এর আগে থানা চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।




Leave a Reply

Your email address will not be published.