সমাজের আলো : বেকার যুবদের আত্ন-কর্মসংস্থানের জন্য শুরু হয়েছে কম্পিউটার হার্ডওয়ার ও নেটওয়ারকিং বিষয়ক ৫দিনের এক প্রশিক্ষণ কর্মশালা। রোববার (২৮নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এছমত আরার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আব্দুল মোতালেব সরদার, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সাংবাদিক সরদার জিল্লুর রহমান প্রমুখ। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের ৩০জন বেকার ছেলে ও মেয়ে অংশ গ্রহন করেন। উল্লেখ্য-কলারোয়া উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা পরিষদ আয়োজনে ও উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন বিষয়ক কমিটি বাস্তবায়নে বেকার যুবদের আত্ন-কর্মসংস্থানের জন্য ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *