নিজস্ব প্রতিনিধিঃ কলারোয়ায় করোনা মোকাবেলায় স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনগণের করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় স্বাস্থ্যকর্মী ছাড়াই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে-উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় (সাক্ষমতা উন্নয়ন উপ-প্রকল্প) এর আওতায় করোনা মোকাবেলায় স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনগনের করনীয় বিষয়ক এক প্রশিক্ষণ সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় আপনি সহ/আপনার সংস্থার প্রতিনিধি মোট ৩জনকে অংশ গ্রহনের জন্য অনুরোধ করা হলো। এই প্রোগ্রামে প্রতি দাওয়াত প্রাপ্ত অতিথিদের জন্য সকালে নাস্তা, দুপুরে লাঞ্চ ও ৬শত টাকার সম্মানি রয়েছে। যা ওই প্রশিক্ষণ কর্মশালায় কোন স্বাস্থ্যকর্মী রাখা হয়নি। নাম মাত্র কয়েকজনকে ডেকে নিয়ে দায়সারা প্রশিক্ষণ করে স্বাস্থ্যকর্মীদের নামের নাস্তা, লাঞ্চ ও টাকা আতœসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন-তিনি ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন না। করোনা মোকাবেলায় উপজেলার সকল গ্রাম্য চিকিৎসকদের ওই প্রোগ্রামে থাকার কথা রয়েছে। যাতে করে গ্রাম পর্যায়ে করোনা মোকাবেলায় চিকিৎসকরা পরামশ্য দিতে পারে। তিনি আরো বলেন-উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় (সাক্ষমতা উন্নয়ন উপ-প্রকল্প) এর আওতায় ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্যবৃন্দরা বলেন-তারা এই কর্মশালার বিষয়ে কিছুই জানেনা। কারা এই কর্মশালায় অংশ নিয়েছে তা ক্ষতিয়ে দেখার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান বলেন-কাদের দাওয়াত দেয়া হয়েছে তা তিনি জানেন না। আবাসিক মেডিকেল অফিসারের কাছে খোজ নিতে বলেন। এদিকে উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় (সাক্ষমতা উন্নয়ন উপ-প্রকল্প) প্রোগ্রামের বিষয়টি খতিয়ে দেখার জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানিয়েছেন উপজেলা সকল স্বাস্থ্যকর্মীবৃন্দ।




Leave a Reply

Your email address will not be published.