কলারোয়ায় ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে উপজেলার ৩হাজার ৭শ কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে সার ও বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, কুশোডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ গাজী, সাংবাদিক জুলফিকার আলী প্রমূখ। এ ছাড়া বীজ বিতরণের সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক চাষী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতি গম চাষীদের ২০ কেজি বীজ, ২০ কেজি সার, ভুট্টা চাষীদের ২কেজি বীজ, ৩০কেজি সার, সরিষা চাষীদের ১কেজি বীজ, ২০কেজি সার, খেসারী চাষীদের ৮কেজি বীজ, ২০কেজি সার, সূর্যমূখি চাষীদের ১কেজি বীজ, ২০কেজি সার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল ইসলাম।

কলারোয়া প্রতিনিধি।।




Leave a Reply

Your email address will not be published.