ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা:

সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ সহযোগিতায় মাছ চাষের সাথে ঘেরের পাড়ে খিরাই চাষ করে সফলতা পেয়েছেন সাতক্ষীরা কলারোয়া যুগিখালি ইউনিয়নের কৃষক আব্দুস সাত্তার সানা৷

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার যুগিখালি ইউনিয়নের কামারালী গ্রামের সরেজমিনে গিয়ে দেখা যায়, ১ বিঘার মাছের ঘেরের পতিত জায়গা জুড়ে খিরাই চাষের পর এবার চাষ করেছেন লাউ পেঁপে বেগুন সহ বিভিন্ন সবজি৷ যেখানে গত সেপ্টেম্বর মাসে খিরাই বিক্রি শেষ করেছে৷ তিন মাসে খিরাই বিক্রি করে খরচ বাদে ৩০ থেকে ৩৫ হাজার টাকা মুনাফা পেয়েছে৷

কৃষক আব্দুস সাত্তার সানা যুগিখালী ইউনিয়নের কামারালী গ্রামের সফল সবজি চাষি নামে বেশ পরিচিত৷ ২০০২ সাল থেকে তিনি ধান ও মাছের পাশাপাশি মৌসুমের বিভিন্ন সবজি চাষ করে ভালো দামে বিক্রি করতে পেরে অর্থনৈতিক ভাবে সাবলম্বি হয়েছে৷

স্থানীয় চাষি হুমায়ুন কবির বলেন, আব্দুস সাত্তার সানা তার কোন জায়গা ফেলে রাখেন না একটু জায়গা পড়ে থাকলে সেখানে কোন না কোন সবজি চাষ করে যা তাঁর সাফল্যের অন্যতম কারণ৷ তার দেখাদেখি ঘেরের পতিত জায়গায় অনেক চাষিদের টমেটো খিরাই শসা পেঁপেসহ বিভিন্ন সবজি চাষে আগ্রহ বেড়েছে৷

কৃষক আব্দুস সাত্তার সানা বলেন, ঘেরের পাড় বাড়ির আঙিনাযর পতিত জায়গায় একসময় কোন কিছু আবাদ করা হতো না৷ জমি গুলো ফেলানে থাকতো তবে ২০১৪ সাল থেকে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পরামর্শে সেখানে বিভিন্ন মৌসুমে সবজি চাষ শুরু করে৷

এরই ধারাবাহিকতায় এবার ঘেরের পাড়ে নিরাপদ খিরাই চাষ করে ভালো দামে বিক্রি করতে পেরেছেন৷ জুলাই আগস্ট ও সেপ্টেম্বর এ তিন মাসের মৌসুমে খিরাই বিক্রি হয়৷ খরচ বাদে এবার প্রায় ৪০ হাজার টাকা লাভ হয়েছে বলে জানান৷ খিরাইয়ের পর এবার ঘেরের পাড়ে লাউ চাষের জন্য বীজতলা তৈরী করেছেন৷ আগামীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা পেলে খিরাই বানিজ্যিক ভাবে চাষ করবেন বলে জানান৷

কামারালী এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি সরকার বলেন, সবজি চাষে তিনি কামারালী এলাকার মধ্যে অনেক দক্ষ কৃষক৷ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে চাষের ক্ষেত্রে সার্বিক পরামর্শ ও সহযোগিতা করা হয়৷




Leave a Reply

Your email address will not be published.