সমাজের আলো : কলারোয়া বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন কলারোয়া উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম। এ সময় গরুর মাংস বেশী দামে বিক্রয় করতে দেখে আগামীকাল থেকে গরুর মাংস ছয় শত টাকা কেজি নির্ধারন করে দেওয়া হয়। এছাড়াও পাটের ব্যাগের পরিবর্তে কৃত্রিম প্লাস্টিকের ব্যাগ ব্যবহার না করতে সকলকে সতর্ক করা হয়।

শুক্রবার সকাল ১০ টা থেকে কলারোয় পৌরসদরের সকল বাজারে বেলা ১ টা পর্যন্ত চলা এই বাজার মনিটরিং টিমের নেতৃত্ব দেন কলারোয়া উপজেলার মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী। সরেজমিনে দেখা গেছে, বাজার মনিটরিং টিম মাছ, মাংস, পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা, রসুন, ভোজ্য তেলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য পর্যবেক্ষণ করেন এবং দর্শণীয় স্থানে মূল্য তালিকা টানানোর নির্দেশনা প্রদান করেন। বাজার মনিটরিং করার সময় সহযোগীতা করেন কলারোয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) হাফিজুর রহমান, কলারোয়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সিনি:সহ-সভাপতি এস,এম জাকির হোসেন, কলারোয়া থানার এস,আই আবু হানিফ, এ,এস,আই আলী হোসেন, এ,এস,আই কবির হোসেন ও বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি সোহেল হোসেন প্রমুখ। এ সময় বাজার করতে আসা একাধিক ক্রেতা বাজার মনিটরিং কার্যক্রম দেখে উপজেলা প্রশাসনের উপর সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রতি সপ্তাহে এমন কার্যক্রম চালু রাখার অনুরোধ করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *