সমাজের আলো : কলারোয়ায় উপজেলার শুভঙ্করকাটি গ্রামের মো. হাসান, আব্দুল আহাদ ও আবুল বাশার তাদের ক্রয়কৃত ভিটা বাড়ির ছয় শতক জমি দখল না পেয়ে সংবাদ সন্মেলন করেছে। বৃহস্পতিবার নিজ বাড়ি শুভঙ্কর বাড়িতে মো. হাসান, আবুল বাশার ও তাদের পিতা আব্দুল করিম সরদারের উপস্থিতিতে এই সংবাদ সন্মেলন করেন। লিখিত বক্তব্যে মো. হাসান বলেন-শুভঙ্করকাটি মৌজায় ডিপি ২১৬ নং খতিয়ানে ১১৩৯/১১৬৯, ১১৪১,১১৪২/১১৭২ নং দাগে ৬.২৫ (সোয়া ছয় শতক) জমির মালিক আমরা ৩ ভাই। যাহার রেজিস্ট্রি দলিল নং ৬৩২৭. এই জমি ২০০৩ সালে আমরা ৩ ভাই একসাথে একটি দলিলে ক্রয় করি আমার বড় বোন আনজুয়ারার নিকট থেকে। বর্তমানে আমার বোন তার কর্মসংস্থান কুয়েত অবস্থান করছেন। আমার ভাগ্নে খন্দকার ইসরাইল হোসেনের পুত্র খন্দকার রাকিবুল ইসলাম স্থানীয় একটি কুচক্রী মহলের দ্বারা প্রভাবিত হয়ে শুভঙ্করকাটি গ্রামের খন্দকার আব্দুল আজিজের পুত্র খন্দকার সাহেব আলী, খন্দকার নুরুল ইসলাম ও খন্দকার ইসরাইল হোসেনের কুপরামর্শে আমাদের জমি দখল দিচ্ছে না। আমার পিতা ৯০ বছরের একজন বৃদ্ধ। আমাদের বসতভিটা নাই। এই অল্প জমিতে ৩ ভাই মিলে একটি বাড়ি বানানোর জন্য প্রানান্তকর চেষ্টা চালিয়ে ও ব্যর্থ হয়েছি। আমাদের ৩ ভায়ের জমিতে লাগানো ৪টি মেহগনি গাছ ও ১ টি নিম গাছ অতি সম্প্রতি ভাগ্নে ইমন ও তার দলবল নিয়ে কাঁটাতে এলে আমি বাঁধা দেওয়ায় সে আমার নামে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। যাহা এখনও কলারোয়া থানায় বিচারাধীন আছে। মো. হাসান তার লিখিত বক্তব্যে আরো বলেন- আমরা বর্তমানে একটি কুঁড়ে ঘরে বাবা, দুটো বড় বোন ও ভগ্নিপতি ও এক ভাগনেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছি।যেখানে বসবাস করিতে অসুবিধার সৃষ্টি হওয়ায় প্রোক্ত সম্পত্তিতে শালিশ বিচারের মাধ্যমে আপোশ মিমাংসা করে বসত বাড়ি নির্মান করার উদ্যোগ নিই। কিন্তু উক্ত কুচক্রীমহল আমাদের এই কাজে বাঁধা দিয়ে আসছে। এমনকি আমাদের নামে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করে আসছে। হয়রানির মাত্রা দিন দিনে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় আমাদের গৃহনির্মাণ খুবই জরুরী। কিন্তু রাকিবুল ইসলাম ইমন, খন্দকার সাহেব আলী, খন্দকার নুরুল ও খন্দকার ইসরাইল হোসেন গং তাহাতে ব্যাঘাত সৃষ্টি করিতেছে। আমরা এর একটি স্থায়ী শান্তিপূর্ণ সমাধান চাই প্রশাসনের নিকট।




Leave a Reply

Your email address will not be published.