সমাজের আলো:  কলারোয়ায় ইউপি নির্বাচনে হেরে যাওয়ায় ৪২বছরের পুরাত রাস্তা বাশের বেড়া দিয়ে ঘিরে দেয়ার অভিযোগ উঠেছে এক আ.লীগনেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে- গত ২১সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বদ্দিপুর গ্রামে। এলাকাবাসীরা জানায়, দীর্ঘ ৪২বছর ধরে বদ্দিপুর গ্রামের ৩নং ওয়ার্ডের প্রায় ৬০পরিবার যাতায়াত করে ওই রাস্তা দিয়ে। ২০সেপ্টেম্বর জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বদ্দিপুর গ্রামের আরিজুল ইসলাম ইউপি সদস্য পদ প্রার্থী ছিলেন। তিনি নির্বাচনে হেরে যাওয়ায় এলাকাবাসী তাকে ভোট দেয়নি মর্মে অভিযোগ তুলে তার বাড়ীর পেছনের রাস্তাটি বাশের বেড়া দিয়ে ঘিরে দেয়। এতে করে ওই গ্রামের খেটে খাওয়া অসহায় মানুষেরা বর্ষার সময় বাড়ী থেকে বের হতে পারছেন না। এক রকম তারা গৃহবন্দী রয়েছেন। এবিষয়ে ওই ৩নং ওয়ার্ডের আ.লীগের সহ-সভাপতি মৌফর মোড়ল জানায়, তারও ওই গ্রামে বাড়ী তিনিও বাড়ী থেকে বের হতে পারছেন না। রাস্তায় বাশের বেড়া দেয়ার কারনে। তিনি উক্ত বাশের বেড়া তুলে দেয়ার জন্য কলারোয়া থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন। ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিন্টু জানান-২০সেপ্টেম্বর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বদ্দিপুর গ্রামের আরিজুল ইসলাম ইউপি সদস্য প্রার্থী ছিলেন। ভোটে হেরে যাওয়ার কারনে তিনি এলাকাবাসীকে উদ্দেশ্য করে ২০সেপ্টেম্বর রাত থেকে গালি গালাজ শুরু করে। এর পরের দিন সকালে সে তার বাড়ীর পেছনের রাস্তাটি বাশের বেড়া দিয়ে ঘিরে দেয়। এতে করে ৩নং ওয়ার্ডের মানুষেরা বাড়ী থেকে বের হতে পারছে না। এদিকে অভিযুক্ত আরিজুল ইসলাম বলেন-ওই রাস্তাটি তার রেকর্ডীয় জমি। এখন তিনি ওই স্থানে একটি বাথরুম করবেন। এলাবাসী কিভাবে বাড়ী থেকে বের হবেন তা তিনি জানেন না। এদিকে এলাকাবাসী ওই রাস্তার বাশের বেড়া উচ্ছেদের দাবীতে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *