সাতক্ষীরার কলারোয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অনাবাদি ও পতিত জমি আবাদের আওতায় অনার লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে উপজেলার কয়লা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জিয়াউল হক জিয়া, কয়লা ইউনিয়নের ইউপি সদস্য রহিমা বেগম কাজল, কলারোয়া উপজেলার কৃষক প্রতিনিধি মোঃ আতিয়ার রহমান।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ লুৎফর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও তার হাতকে শক্তিশালী করার জন্য সকলেই বাড়ির পাশের পতিত জায়গায় একটি হলেও গাছ লাগান। চাষাবাদ শুরু করেন।
কয়লা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কৃষক কৃষক কৃষানীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সমাজের আলো।।




Leave a Reply

Your email address will not be published.