সমাজের আলো: সাতক্ষীরার কলারোয়া আসন্ন পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী (মজনু) বৃহস্পতিবার (৩১ডিসেম্বর) বেলা ১২ টার দিকে কলারোয়া নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা দেয়ার সময় স্বতন্ত্র প্রার্থী সাজেদুর রহমান খান চৌধুরী( মজনুর) সঙ্গে ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম লালটু, কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজমীন খুকু, উপজেলার জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম ও কলারোয়া পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও কাউন্সিলর প্রার্থী মোঃ আজিজুর রহমান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজেদুর রহমান খান চৌধুরি পলাশসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীগণ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে উপজেলা পরিষদ চত্বরে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতৃবৃন্দরা। ৩১ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ৩০শে জানুয়ারি তৃতীয়বারের মতো কলারোয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কলারোয়া নির্বাচন অফিসে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত মেয়র পদে ৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। মনোনয়নপত্র বাছাই আগামী ৩ জানুয়ারী। প্রার্থিতা প্রত্যাহার আগামী ১০সে জানুয়ারী এবং ভোট গ্রহণ ৩০ সে জানুয়ারী। পৌরসভার ৯টি ওয়ার্ডে এবারের মোট ভোটের সংখ্যা ২১২৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০,২৮৪ ও মহিলা ভোটার ১০,৯৯৬ জন।




Leave a Reply

Your email address will not be published.