সমাজের আলো :  কলারোয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শনের আসলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী। মঙ্গলবার (২৫অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আসেন। এসময় তার সাথে ছিলেন-জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল। এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন খোজ খবর নেন এবং অফিসের সকল কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম রোকনুজ্জামানের শিক্ষা কার্যক্রম দেখে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, হুমায়ুন কবীর, রবি শংকর দেওয়ান, হারুন-অর-রশিদ প্রমুখ। এর পরে তিনি উপজেলার দমদম প্রাথমিক বিদ্যালয় ও কলারোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ ও মুজিবর রহমান উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার কলারোয়ায় এক ব্যবসায়ী আত্মহত্যা
সমাজের আলো।। রশিতে ফাস লাগিয়ে ঝন্টু (২২) নামের এক ব্যবসায়ী আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে-সোমবার সন্ধ্যায় নিজ বাড়ীতে। নিহত ঝন্টু উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের আকবর আলীর ছেলে। সে পেশায় একজন তেল ও হলুদ মিলের ব্যবসায়ী। বাড়ীর সদস্যরা জানায়-ঝন্টু প্রতিদিনের ন্যায় সোমবার সন্ধ্যায় কলারোয়া বাজার থেকে ব্যবসার কাজ শেষ করে বাড়িতে এসে নিজের ঘরে যায়। এক পর্যায়ে বাড়ির সদস্যরা রাত ৮ টার দিকে খাওয়ার খেতে ডাকলে ঝন্টুর কোন সাড়া না পেয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে ঘরের ফ্যান (পাখার) হুকের সাথে রশি পেঁচিয়ে সে আত্মহত্যার করেছে। সাথে সাথে বিষয়টি থানা পুলিশকে জানিয়ে লাশ উদ্ধার করে। তবে পারিবারিক ভাবে ঝন্টুর আত্মহত্যার কারন কেউ বলতে পারেনি। তবে এলাকাবাসী জানায়, আত্মহননকারী যুবক ঝন্টুর বিয়ের প্রস্তুতি চলছিলো। থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.