কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের মাসিক সাধারণ সভা শনিবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় শোকের মাসে বৃক্ষরোপন অভিযান কার্যক্রম চলমান রাখার পাশপাশি সংঘের শুভাকাক্সক্ষী “গাছের পাঠশালা’র প্রতিষ্ঠাতা সাংবাদিক ইয়ারব হোসেনকে বিশেষ সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

সেই সাথে সাংগঠনিক কার্যক্রমে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয় এ সাধারণ সভায়। প্রিমিয়ার ছাত্র সংঘ’র সভাপতি আফজাল হোসেন ফুয়াদ অভির সভাপতিত্বে সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়া প্রবাসী এসএম আলতাফ হোসেন লাল্টু ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিককে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন সংঘের উপদেষ্টা কপাই সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, সংবর্ধিত অতিথি বৃক্ষরোপনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক ইয়ারব হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সংঘের উপদেষ্টা ও কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, উপদেষ্টা এনায়েত খান টুনটু, উপদেষ্টা প্রভাষক আসাদুজ্জামান ফারুকীসহ সকল ইউনিয়ন সভাপতি-সাধারণ সম্পাদক ও কর্মকর্তাবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন। অনুষ্ঠান শেষে সকলের হাতে নানা প্রজাতির গাছ বিতরণ করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *