সাতক্ষীরার কলারোয়ায় ভুল চিকিৎসায় গাভীর একটি বাছুরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে-কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামে। এঘটনায় ক্ষতিগ্রস্ত গাভীর মালিক থানায় লিখিত ভাবে একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে-কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত আব্দুল গাজীর ছেলে নূর মোহাম্মাদ এর একটি গাভীর পেটে সাত মাস বয়সী ফ্রিজিয়ান বাছুর আছে। ওই গাভীটির জ্বর হলে স্থানীয় ঝিকরা গ্রামের পশু চিকিৎসক পরিচয়দানকারী নয়ন হোসেন গাভীটি দেখে বিভিন্ন ধরনের ওষুধ ও ইনজেকশান দেয়। সাথে সাথে গাভীটি ছটফট করতে করতে মরনাপন্না অবস্থায় বিøডিং শুরু হয়। পরে গাভীটি মরা বাছুর প্রসব করে। বর্তমানে গাভীটি খুব অসুস্থ। গাভীটির মালিক নুর মোহাম্মাদ জানান-গত ২৩ফেব্রুয়ারী রাত ১০টার দিকে গাভীটি ছটফট করতে করতে মরনাপন্না অবস্থায় ব্লিডিং শুরু হলে পশু চিকিৎসক নয়ন হোসেন এমন অবস্থা দেখে পালিয়ে যায়। তিনি আরো বলেন-গাভীটির বাছুর এর মূল্য প্রায় ৩০হাজার টাকা ও অসুস্থ গাভীটির চিকিৎসা দেয়া হয়েছে ১২,৭০০টাকা। এবিষয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর মেজবাহ উদ্দীন লিলু জানান-তিনি বিষয়টি পরে শুনেছেন। এদিকে শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) সকালে ক্ষতিপূরনের দাবীতে অসহায় কৃষক নুর মোহাম্মাদ বাদী হয়ে কলারোয়ায় থানায় পশু চিকিৎসক নয়ন হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন। থানার ডিউটি অফিসার বলেন-এমন ধরনের একটি অভিযোগ এসেছে। তদন্ত করে আইগত ব্যবস্থা নেয়া হবে।

সমাজের আলো।।




Leave a Reply

Your email address will not be published.