(দেবাশীষ চক্রবর্ত্তী) : কলারোয়ার জয়নগর বদ্রুনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে কৃষকদের মাটির নমুনা সংগ্রহ,সুষম সার ব্যাবহার ও ভেজাল সার সনাক্ত করণ -১দিনের প্রশিক্ষন সম্পন্ন। (৩০শে অক্টোবর) সকাল ১০ টায় মৃত্তিকা সস্পদ উন্নয়ন ইনষ্টিটিউট খুলনা এর আয়োজনে ৬০জন কৃষকদের নিয়ে মাটির নমুনা সংগ্রহ,সুষম সার ব্যাবহার ও ভেজাল সার সনাক্ত করণ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। ধানদিয়া হাইস্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন ঘোষ এর সভাপতিত্বে কৃষক পর্যায়ে প্রশিক্ষন দেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউট খুলনা এর উর্দ্ধতন বৈঞ্জানিক কর্মকর্তা অমরেন্দ্র নাথ বিশ্বাস। তিনি কৃষকদের কৃষি বিষয়ক নানা সমস্যা ও সমস্যা সমাধান নিয়ে আলোচনা করেন।তিনি আরও বলেন মাটির নমুনা পরীক্ষার মাধ্যমে সারের অপচয় রোধকরে ভালো ফসল পাওয়া যায়। কিভাবে সেই সাথে সুষম সার ব্যাবহার করে কিভাবে ভালো ফসল উৎপাদন করা যায় ও ভেজাল সার ব্যাবহারে সতর্ক করেছেন কৃষকদের। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৬০জন কৃষকদের ৬৫০টাকা করে সর্বমোট ৩৯হাজার টাকা সন্মানি দেওয়া হয় সেই সাথে ১প্যাকেট বিরিয়ানি,নোটপ্যাড, কলম ও লিফলেট দেওয়া হয়। আরও যারা উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয় আওয়ামিলীগের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল,৮নং জয়নগর ওয়ার্ডের ইউপি সদস্য রওশন আলী খাঁ, বরুন চক্রবত্তী সহ সকল প্রশিক্ষনার্থিরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *