সমাজের আলো : কলারোয়ার জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামের আজিবার রহমান গাজীর ছেলে আক্তারুল ইসলাম শুক্রবার কলারোয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে অবহিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আক্তারুল ইসলাম বলেন, তিনি আওয়ামী লীগের মানিকনগর ৫ নং ওয়ার্ড সভাপতি। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হওয়ার জন্য ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকের স্বাক্ষর লাগে। গত ৪ মার্চ, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১:৫৬ টার সময় জয়নগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জয়দেব কুমার সাহা মোবাইল ফোন (০১৭১৩-৯২৩৯৬৪) করে তার আব্বান জানতে চান। তিনি তার আব্বান জানানোর পরে জয়দেব সাহাসহ আরও দুই ব্যক্তি মানিকনগর বিলে তার মাছের ঘেরে যান। সেখানে জয়দেব সাহা তাকে আওয়ামী লীগের প্যাডে তার সমর্থন প্রদানের স্বাক্ষর করতে বলেন। সমর্থন প্রদানের স্বাক্ষর দিতে না চাইলে তারা জোরপূর্বক ভয়-ভীতি দেখিয়ে স্বাক্ষর করিয়ে নেন। সেই সাথে একথা কাউকে না বলার জন্য তারা শাসিয়ে যান। বর্তমানে আক্তারুল ইসলাম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। এ বিষয়ে জয়দেব কুমার সাহার কাছে জানতে চাইলে তিনি সেলফোনে সাংবাদিকদের জানান, ঘটনাটি সত্য নয়। তিনি কারো কাছ থেকে জোর করে কোনো স্বাক্ষর করিয়ে নেননি।




Leave a Reply

Your email address will not be published.