আতাউর রহমান : কলারোয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সচেতনতা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ নং বিটট পুলিশং কমিটি আয়োজিত শনিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার যুগিখালী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক আলহাজ্ব মীর খায়রুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, (সদর সার্কেল) সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইকবাল হোসেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করে সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন থাকার আহবান জানান। তিনি আরো বলেন, দল মত নির্বিশেষে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে আহ্বান করেন এবং সাতক্ষীরা জেলায় যেকোনো ধরণের সাম্প্রদায়িক অপতৎপরতার বিরুদ্ধে হুশিয়ারি ও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের কথা নিশ্চিত করেন। এছাড়াও তিনি সাম্প্রদায়িক অপশক্তি রুখতে নিয়মিতভাবে সোসাল মিডিয়া মনিটরিং হচ্ছে বলেও জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবেনা। যদি করেন তাহলে কঠোরভাবে দমন করা হবে। উক্ত সভায় বীর মুক্তিযোদ্ধা, বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যান, সকল মেম্বর, কমিউনিটি পুলিশিং এর সভাপতি, বিভিন্ন মসজিদের ইমাম, পুরোহিত, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ সহ জাত, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *