সমাজের আলো। । রাত তখন সাড়ে ৭টা একটি ছেলে এসে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও আসন্ন কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের ব্যক্তিগত অফিস কক্ষে শেখ আমজাদ হোসেনকে বললেন চাচা কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট হাইস্কুল বলফিল্ডের স্টেজে আশ্রয় নেওয়া অসহায় একটি পরিবারের ৩ জন মানুষ শীতে থরথর করে কাঁপছে। আপনি তাদের জন্য কিছু করেন। সংবাদটি শোনামাত্রই কলারোয়া বাজার থেকে তিনটি কম্বল কিনে শেখ আমজাদ হোসেন তার দলীয়-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তাদের পাশে ছুটে যান। তাদের অসহায়ত্বের কথা শোনেন এবং নগদ অর্থসহ তিনটি কম্বল তাদের তিন জনের শরীরে জড়িয়ে দেন। এসময় অসহায় পরিবারটি আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং আমজাদ হোসেনের জন্য দুহাত তুলে দোয়া করেন। খোঁজ নিয়ে জানা গেছে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের মৃত কালীপদ মন্ডলের ছেলে নিমাই মন্ডলের বাড়িঘর স্থানীয় প্রভাবশালী একটি মহল অবৈধভাবে দখল করে নিয়েছে। ভিটে ছাড়া নিমাই মন্ডল স্ত্রী সীতা ও একমাত্র প্রতিবন্ধী কন্যা বাসন্তীকে নিয়ে শনিবার দুপুর থেকে কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট হাইস্কুল বলফিল্ডের স্টেজে আশ্রয় নিয়েছে। এদিকে কলারোয়া বলফিল্ডে আশ্রয় নেওয়া শীতার্ত অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণের সময় মেয়র প্রার্থী শেখ আমজাদ হোসেনর সাথে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়, উপজেলা কৃষকলীগের সভাপতি আমান উল্লাহ আমান প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published.