শফিকুর রহমান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছিতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল রাউন্ডের ২য় ম্যাচে ঝাউডাঙ্গা মর্ডান ক্লাবকে ৩ – ১ গোলে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে স্থানীয় ইয়ংস্টার ফুটবল একাদশ । বুধবার ( ২ রা ডিসেম্বর) বিকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কেঁড়াগাছি ফুটবল মাঠে মনোমুগ্ধকর ঐ ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয় । প্রথমার্ধের খেলার শুরুতেই ২ মিনিটে ইয়ংস্টার ফুটবল একাদশের ৫ নং জার্সি ধারী রাকিবের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ঝাউডাঙ্গা মর্ডান ক্লাব। এরপর খেলার ২৫ মিনিটে ইয়ংস্টার ফুটবল একাদশের ১৫ নং জার্সি ধারী নাইজেরিয়ান খেলোয়াড় দারুসের গোলে ১ -১ গোলে সমতায় ফিরে বিরতিতে যায় উভয় দল। বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫ মিনিট ও ২০ মিনিটে ১২ নং জার্সি ধারী সাদ্দামের পরপর দুই গোলে জয় নিশ্চিত করে কেঁড়াগাছি ইয়ংস্টার ফুটবল একাদশ । এরপর আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকলেও নির্ধারিত সময়ে রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত উভয় দলের পক্ষে আর কোনো গোল না হওয়ায় ইয়ংস্টার ফুটবল একাদশ ৩- ১ গোলে জয় লাভ করে ফাইনাল নিশ্চিত করে। খেলাটি পরিচালনা করেন, যশোর জেলা রেফারি এসোসিয়েশনের অন্যতম সদস্য মেহেদী হাসান ইমন। তাকে সহযোগিতা করেন, মাসুদ পারভেজ মিলন ও মোশারফ হোসেন । ধারাভাষ্যে ছিলেন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক অহিদুজ্জামান খোকা । বিপুল পরিমাণ দর্শকের পাশাপাশি উপস্থিত থেকে মনোরম খেলাটি উপভোগ করেন, কলারোয়া উপজেলা স্বেচ্ছা সেবক লীগের আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আশিকুর রহমান মুন্না, ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টো লাল গাইন , আমান ফিডের স্বত্বাধিকারী আবু তাহের মোল্লা, শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের পরিচালনা পর্ষদের সভাপতি ও বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র , সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপির জেলা সমন্য়কারী ও দৈনিক কাফেলার সাংবাদিক শফিকুর রহমান, কলারোয়া থানার পুলিশ কর্মকর্তা আসলাম, সীমান্ত প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সাতনদীর সাংবাদিক আক্তারুজ্জামান আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক শেখ সাজিদ বাবু, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।




Leave a Reply

Your email address will not be published.