সমাজের আলো : কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলার সাক্ষী গ্রহণ শুরু হচ্ছে। ১৬ জুন ৩ নেতার সাক্ষ্য গ্রহণ হবে। সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৩য়) আদালত সুত্রে জানা গেছে-সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ও সাবেক উপজেলা আহবায়ক সাজেদুর রহমান চৌধুরীর সাক্ষ্য নেওয়া হবে।

সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি এড. আব্দুল লতিফ জানান, বুধবার হাইকোর্টের আদেশ পাওয়ার পর বৃহস্পতিবার উভয়পক্ষকে মামলার বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। বিস্ফোরক ও অস্ত্র আইনের ধারার আলোচিত এই মামলাটি সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৩ এর বিচারক বিশ্বনাথ মন্ডল আগামী ১৬ জুন স্বাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। মামলার সাক্ষ্য গ্রহণের ধার্যদিনে রাষ্ট্রপক্ষ আদালতে ৩ জন সাক্ষী উপস্থাপন করা হবে। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি এড. ফাহিমুল হক কিসলু জানান, গত বছরের ৪ ফেরুয়ারি টিআর-১৫১/১৫ মামলায় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০জনের বিরুদ্ধে ৪ থেকে ১০ বছর মেয়াদে কারাদন্ড হলেও রায় এর কয়েকদিন আগে মারা যান মামলার বাদি মুক্তিযুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন ও অন্যতম সাক্ষী জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি ও সাংসদ মুনসুর আহম্মেদ। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, ফিরোজ আহম্মেদ স্বপন ও সাজেদুর রহমান চৌধুরী আগামি ১৬ জুন আদালতে সাক্ষী দেবেন বলে নিশ্চিত করেছেন জজ কোর্টের পিপি এড. আব্দুল লতিফ। উল্লেখ্য, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় এসটিসি ২০৭/১৫ ও ২০৮/১৫ (অস্ত্র ও বোমা) মামলা দু’টি ২০১৭ সালে বিচারিক আদালতে চলমান অবস্থায় হাইকোর্টে স্থগিত করেন আসামি পক্ষ। এরপর আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষ পূর্ণ শুনানী শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো: কামরুল হোসাইন মোল্যার বেঞ্চ শুনানী শেষে ২০২০ সালের ১৭ ডিসেম্বর উক্ত আদেশ ভ্যাকেট করেন। একই সাথে ৩ মাসের মধ্যে বিচারিক আদালতে নথি প্রেরণপূর্বক যথা সময়ে বিচার কাজ শেষ করার নির্দেশ দেন। কিন্তু করোনাকালিন সময়ে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় রায় প্রস্তুতিতে দেরি হওয়া আদেশ আসতে অনেক সময়ক্ষেপণ হয়। উল্লেখ্য-২০০২ সালের ৩০ আগস্ট তৎকালিন বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন কলারোয়ার একজন মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে। সেখান থেকে যশোরে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে পৌছালে বেলা ১১টা ৫০ মিনিটের সময় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা হয়।




Leave a Reply

Your email address will not be published.