সমাজের আলো : সোনালী ব্যাংকের কলারোয়া শাখায় ডাকাতরা দুই নৈশ প্রহরীকে কুপিয়ে ও জবাই করে হত্যা মামলায় চুড়ান্ত রির্পোট দেয়া হয়েছে। সিআইডি পুলিশের সাতক্ষীরা জোনের পরিদর্শক গাজী মো: লুৎফর রহমান গেল ২১ এপ্রিল অতীতে গ্রেপ্তারকৃত সকল আসামীদের অব্যাহতি চেয়ে চুড়ান্ত রিপোর্ট দাখিল করেন।নিহত দুই আনসার কর্মী হলেন, কলারোয়া উপজেলার ঝাপা গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে জাহাঙ্গীর হোসেন ও হরিশপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে আসাদুর রহমান। বিগত ২০১৫ সালের ১৫ জুলাই দুর্বৃত্তরা সোনালী ব্যাংকের কলারোয়া শাখায় ডাকাতির নৈশ প্রহরীর দায়িত্বে থাকা উপরোক্ত দুই আনসার কর্মী বাধা দিলে তাদেরকে জবাই করে ও কুপিয়ে হত্যা করে।দুই নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতির চেষ্টার বিভিন্ন ধরণের সরঞ্জাম উদ্ধার করেন। রাতে অজ্ঞাতদের আসামী করে ম্যানেজার মনোতোষ কুমার বাদী হয়ে ডাকাতির চেষ্টা ও হত্যা মামলা দায়ের করেন কলারোয়া থানায়। এরপর গোয়েন্দা পুলিশের এসআই লুৎফর রহমান দায়িত্ব পান। পরবর্তীতে সিআইডির পরিদর্শক শেখ মেজবাহ উদ্দীন দায়িত্ব নিয়ে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রাখেন। তিনি বদলির পর অবশেষে সিআইডির পরিদর্শক গাজী মো: লুৎফর রহমান সর্বশেষ তদন্তকর্মকর্তা নিযুক্ত হয়ে ৬-৭ মাস ধরে মামলাটি তদন্ত করেন। এরপর গত মাসের ২১ এপ্রিল এই মামলার কোন ক্লু উদঘাটনে ব্যর্থ হয়ে আদালতে চুড়ান্ত রিপোর্ট দাখিল করেছেন।এদিকে কলারোয়ার চাঞ্চল্যকর সোনালী ব্যাংক ডাকাতির চেষ্টা ও ডাবল খুনের ঘটনায় ওই বছরের ১৯ জুলাই কলারোয়ার লাঙ্গলঝাড়া গ্রামের আজিবর রহমান, মির্জাপুর গ্রামের গোলাম হোসেন, ঝিকরা গ্রামের আবুল কাসেম ও মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে। ২০ জুলাই সিংহলাল গ্রামের জাহাঙ্গীর হোসেন, ২২ জুলাই কোটা শুভংকরকাটির আনসার আলী ও গদখালি গ্রামের জাহাঙ্গীর কবির, ৯ আগস্ট পাঁচপোতা গ্রামের গোলাম কুদ্দুস, পরের বছর ৩১ মে ইলিশপুর গ্রামের আব্দুল খালেক, ১৭ সালের পহেলা ডিসেম্বর সদরের গোবিন্দকাটি গ্রামের ইসমাইল গাজী, ২০১৯ সালের ৫ আগস্ট যশোর জেলার শার্শা থানার পশ্চিম কোটা গ্রামের বাবলু সরদারকে গ্রেপ্তার করে পুলিশ। বহুলালোচিত এই মামলার তদন্তকালে তদন্তকারি কর্মকর্তারা মোট ১১জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তেমন কোন তথ্য উদঘাটন করতে পারেনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *