এবার খুলনা ও সাতক্ষীরা ছাড়িয়ে ঢাকায়

শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসাবে আইজিপি ব্যাজ পেলেন কলারোয়া থানার অফিসার
ইনচার্জ নাছির উদ্দীন মৃধা। বাংলাদেশ পুলিশের হেড হেডকোয়ার্টাস থেকে
বুধবার (৪জানুয়ারী) ওই ব্যাজ পান তিনি। বাংলাদেশ পুলিশ সপ্তাহ-২০২৩
উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে ওই আইজিপি
ব্যাজ গ্রহন করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা।
উল্লেখ্য-কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা-আইনশৃংখলা,
মাদক, চোরাচালান, নারী-শিশু নির্যাতন রোধ, বাল্য বিবাহ, মানব পাচার বিয়য়
পর্যালোচনা শেষে খুলনা রেঞ্জের মধ্যে কলারোয়া থানাকে শ্রেষ্ঠ ও থানার
অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা শ্রেষ্ঠ অফিসার হিসাবে স্বিকৃতি
লাভ করায় তাকে ক্রেষ্ট, সনদপত্রসহ বিভিন্ন সম্মানি প্রদান করে পুরস্কৃত
করা হয়। তিনি পুলিশ বাহিনীর এই সুনাম অক্ষুন্ন রাখায় আবারও খুলনা ও
সাতক্ষীরা ছাড়িয়ে ঢাকায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসাবে আইজিপি ব্যাজ পান।
তিনি বাংলাদেশ পুলিশের গৌরব উজ্জল নক্ষত্র। এদিকে এই সংবাদ পেয়ে কলারোয়া
উপজেলার সর্বস্তরের মানুষ ওসি নাছির উদ্দীন মৃধাকে অভিনন্দন জ্ঞাপন
করেছেন।
সমাজের আলো।।




Leave a Reply

Your email address will not be published.