সমাজের আলো : কলারোয়া পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের সাথে কলারোয়া থানা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মির্জা সালাহউদ্দিন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের “পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৫” অনুসারে করণীয় এবং বর্জনীয় আচরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন । তিনি ৯ টি ভোট কেন্দ্রের সকল কেন্দ্র পরিদর্শন করেন ।তিনি সম্ভাব্য ঝুঁকি যাচাই করেন। এসময় উপস্থিত ছিলেন , কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব মীর খায়রুল কবীর, অন্যান্য কর্মকর্তা এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। পৌরসভা নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি রয়েছে বলে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান।




Leave a Reply

Your email address will not be published.