সমাজের আলো: কলারোয়া পৌরসভার ৯নং ওয়ার্ড মির্জাপুরে নির্বাচনী প্রচারনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এই ওয়ার্ডে নারী ও পুরুষ দিয়ে ৮জন প্রার্থী তাদের প্রচারনা শুরূ করতে দেখা গেছে। প্রার্থীরা আগে ভাবে কোমর বেধে মাঠে নেমে পড়েছে। তারা তাদের ওয়ার্ডের প্রতিটি ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাওয়া শুরু করেছে। ওয়ার্ডের প্রার্থীরা হলেন-বর্তমান কাউন্সিলর আকিমুদ্দীন দফাদার, আব্দুল লতিফ সরদার, শওকত হোসেন, রুহুল কুদ্দুস, মোঃ রুহুল কুদ্দুস বাবলু, সৈয়দ মোঃ মুস্তাফিজুর রহমান, হাসিনা আক্তার ময়না ও দিথী খাতুন। এর মধ্যে ৭,৮,৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ২জন প্রার্থী রয়েছে। এই সকল প্রার্থী ছাড়াও ব্যানার ও পোষ্টার ছাড়া আরো অনেক প্রার্থী রয়েছে এই ওয়ার্ডে। তারাও গোপনে গণসংযোগ করছে। সুযোগ বুঝে ফিল্ড ভাল হলে তারাও এই ওয়ার্ড থেকে নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে। এই মধ্যে থেকে ৬জন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী রয়েছে। একজন রয়েছে বিএনপির আর অন্য জন রয়েছে জাতীয় পার্টির। বর্তমান কাউন্সিলর আকিমুদ্দীন দফাদার বলেন, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিবেন। এই ওয়ার্ড থেকে তিনি যে উন্নয়ন করছেন তাতে করে অন্য কোন প্রার্থী তার পাশে এসে দাড়াতে পারবেন না। তিনি আশা করেন আবারও জয়ী হবেন। আব্দুল লতিফ সরদার বলেন, তিনি ওই ওয়ার্ডের আ.লীগের সভাপতি। প্রতিটি ভোটারদের তিনি আপাদে বিপাদে পাশে আছেন এবং থাকবেন। তিনি সকলের সমর্থন নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শওকত হোসেন বলেন, এই ওয়ার্ডের প্রতিটি মানুষের পাশে আছি, প্রায় প্রতিটি বাড়ীতে বিদ্যতের সংযোগ লাইন দিয়ে মানুষের সেবা করেছি । অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। রুহুল কুদ্দুস বলেন, তার ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা ভাল না, অল্প বৃষ্টি হয়ে ঘরবাড়ী পানিবন্দী হয়ে পড়ে। তিনি নির্বাচিত হয়ে এসকল ব্যবস্থা নেবেন। তিনি সকল শ্রেনী পেশার মানুষের সেবা করতে চান। মোঃ রুহুল কুদ্দুস বাবলু বলেন, তিনি আ.লীগের নিবিদিত প্রাণ,।এই ওয়ার্ডের অবহেলিত মানুষের পাশে আছেন, নির্বাচিত হয়ে তাদের সেবা করতে চান, সৈয়দ মোঃ মুস্তাফিজুর রহমান বলেন, পৌরসভা জাতীয় পার্টি থেকে তিনি এক মাত্র প্রার্থী, তিনি ভাল কি মন্দ তা এই ওয়ার্ডের জনগণ ও ভোটাররা ভাল বলতে পারবেন। ভোটররা চাইলে তিনি এই ওয়ার্ড থেকে বিপুর ভোটে জয়ী হবেন। ৭,৮,৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী হাসিনা আক্তার ময়না বলেন, তিনি উপজেলার সোনা কাজীর বোন।তার ছেলে উপজেলা যুবলীগের সভাপতি, তিনি ভোটে দাড়িয়েছেন অবহেলিত মানুষের পাশে দাড়াতে। তিনি নির্বাচিত হলে তার ওয়ার্ডের প্রতিটি মানুষ উপকৃত হবেন । দিথী খাতুন জানান, তিনি সকলের পরিচিত মুখ, এর আগেও ভোট করেছেন, এবারও ভোট করছেন, ভোটাররা চাইলে তিনি জয়ী হবেন। তিনি সকলের সাথে নিয়ে এই ৭,৮,৯ ওয়ার্ডের কাজ করতে চান।
Yeorab Hossain
Yeorab Hossain




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *