কলারোয়া পৌরসভাতে ওয়াস সেবা সংক্রান্ত শিক্ষণীয় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার (৮ফেব্রæয়ারি)

কলারোয়ার উন্নয়ন পরিষদ প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত কর্মশালাটি পরিচালনা
করেন-সংস্থার মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার রোকসানা পারভীন ও টাউন
কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার। ওয়াস এসডিজি প্রকল্পের কার্যক্রমসমুহ ও
ওয়াস সেক্টরে কাজ করতে গিয়ে শিক্ষণীয় বিষয়সমুহ নিয়ে আলোচনা করা হয়। ওয়াস
এসোসিয়েশনের বর্তমান কার্যক্রম ও কার্যক্রমকে আরো জোড়দার করার জন্য
অন্যান্য এনজিও প্রতিনিধি, এলজিআই ও ব্যবসায়ী মহলের নিকট থেকে প্রত্যাশা
বিষয়ক আলোচনা করেন-শাহজাহান কবির ও ওয়াস সেক্টরের উন্নয়নে ওয়াস কনজুমার
গ্রæপের ভূমিকা বিষয়ক আলোচনা করেন-উত্তরণ প্রতিনিধি শেখ হেদায়েতউল্লাহ
মুকুল ও পিএবি প্রতিনিধি শাহনাজ পারভীন মিনা। শিক্ষণীয় বিষয়ের উপর
উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন ব্র্যাক প্রতিনিধি রোকনুজ্জামান, আশা
কলারোয়া শাখার ব্যবস্থাপক এসকে আব্দুল মুন্নাফ। বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন-কলারোয়া পৌরসভার কাউন্সিলর সন্ধ্যা রাণী বর্মণ। প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কলারোয়া পৌর নিবাহী কর্মকর্তা তুষার কান্তি
দাশ। সভাপতির আসন থেকে বক্তব্য রাখেন-আশা কলারোয়ার সিনিয়র আঞ্চলিক
ব্যবস্থাপক আলী আহম্মেদ। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা
সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি
প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী
এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার
ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল
উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।
সমাজের আলো।।




Leave a Reply

Your email address will not be published.