সমাজের আলো: আসন্ন কলারোয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শেষে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সাধারন কাউন্সিলর পদে দুই প্রার্থীর মনোনয়ন পত্র সাময়িক বাতিল করা হয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রবিবার (৩ জানুয়ারী) মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে পৌর মেয়র পদে ৫ জন, সাধারন কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধতা লাভ করেছে। এ ছাড়া ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋন খেলাপির জন্য পৌর সভার ১নং ওয়ার্ডের জি,এম শফিউল আলম ও ৫ নং ওয়ার্ডের শেখ জামিল হোসেনের মনোনয়ন পত্র সাময়িক অবৈধ বলে গণ্য করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস মনোনয়ন পত্র বাছাইয়ের বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, যে সকল প্রার্থীদের মনোনয়ন পত্র অবৈধ বলে বিবেচিত হয়েছে, সে সকল প্রার্থীরা নির্বাচনী বিধিমালা-আইন অনুযায়ী জেলা প্রশাসক বরাবর আপিলের মাধ্যমে বৈধতা লাভ করতে পারেন। উল্লেখ্য, আগামি ৩০ জানুয়ারি কলারোয়া পৌর সভার ভোট অনুষ্ঠিত হবে।




Leave a Reply

Your email address will not be published.