(দেবাশীষ চক্রবত্তী) কলারোয়া সরকারি কলেজের সামনে সরকারি কলেজে কর্মরত বেসরকারী কর্মচারীরা চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেন। আজ ১৭ অক্টোবর সকাল ১১টার দিকে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারিরা মানববন্ধনে অংশগ্রহন করে।বেসরকারী কর্মচারিদের ৫টি দাবি আদায়ের লক্ষে আজকের এই মানববন্ধন ১,সরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত বেসরকারি কর্মচারিদের নিয়োগের তারিখ থেকে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। ২,চাকরি সরকারি হওয়ার পূর্ব পর্যন্ত স্ব পদে বেতন ভাতাদি সরকারি স্কেল অনুযায়ী প্রদান করতে হবে। ৩,চলমান কর্মচারিদের চাকরি সরকারি না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বন্ধ করতে হবে। ৪,নতুন পদ সৃষ্টি করে আমাদের স্ব স্ব পদে নিয়োগ দিতে হবে। ৫,কর্মরতদের নিয়োগের ক্ষেত্রে বয়সের কোন উর্দ্ধসীমা করা যাবে না। মানববন্ধনে সভাপতিত্ব করে বক্তব্য রাখেন তপন কুমার ভাস্কর তিনি বলেন ২০১১ সাল থেকে কলারোয়া সরকারি কলেজে বেসরকারি কম্পিউটর অপরেটর পদে স্বল্প বেতনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি এত অল্প বেতনে বর্তমান সময়ে টিকে থাকা প্রতিপক্ষের সাথে যুদ্ধ করার চেয়ে কম কিছু নয়।তাই জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি আমাদের সরকারি কলেজের কর্মরত বেসরকারী কর্মচারিদের চাকরি রাজস্ব খাতে উন্নিত করে চাকরি নামের অভিশাপ থেকে মুক্তি দিন। আরও বক্তব্য রাখেন ঐ কলেজের অফিস সহকারী মনিরুজ্জামান তিনি বলেন আমাদের আজকের মানববন্ধন সরকারের বিরুদ্ধে নয় বরং জাতীর পিতা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেই বলতে চাই সরকারি কলেজে বেসরকারি কর্মচারি হয়ে দৃর্ঘদিন স্বল্প বেতনে কাজ করছি। দারিদ্রতার অভিশাপ যেনো পিছু ছাড়ছে না আমাদের। পিতা, মাতা, স্ত্রী সন্তান দের নিয়ে দারিদ্রতার অভিশাপ কে পুজি করে বেঁচে আছি আমরা।তিনি আরও বলেন সুন্দর ভূবনে বেঁচে থাকতে চাই আমরা বেসরকারী কর্মচারীরা।মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আমাদের দাবি সরকারি কলেজে বেসরকারী কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থনান্তরের দাবি জানাচ্ছি। আরও উপস্থিত ছিলেন খালিদ ইকবাল,আয়ুব আলী,সঞ্জিত দাস,হোসনেয়ারা খাতুন,ইকরামুল হোসেন,লিটন হোসেন, মেহেদি হাসান,ফাতেমা খাতুন প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *