সমাজের আলো : সাতক্ষীরা কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের সাবেক মেম্বার প্রার্থী আবুল ফজল মোহাম্মদ সাইফুদ্দিনের বাড়িতে দুইটি ককটেল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে৷ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোর রাত ২ টার দিকে ইউনিয়নের নাথপুর মোড়ল পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা৷

সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, একতালা বিশিষ্ট টাইলসে সজ্জিত ঘরের সিঁড়ির সামনে ছড়িয়ে আছে জালের লোহার কাঠি পাটের পোড়া সুতা ও লাল কসটেপে মোড়ানো ককটেল ধ্বংসের টুকরো৷ ভোর রাতে পরপর দুটি বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে ভোর থেকে ঘটনাস্থল দেখতে নারী পুরুষেরা ভিড় করছে৷ এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে৷

ভুক্তভোগী আবুল ফজল মোহাম্মদ সাইফুদ্দিন জানায়, রাত ২টার দিকে হঠাৎ দুইটি বিকট আওয়াজে ঘুম ভেঙে যায়৷পরে স্থানীয় গ্রাম পুলিশকে জানালে বাইরে বের হতে নিষেধ করে৷ ভোরে এলাকাবাসীর ও পরিবারের সহযোগিতায় ঘরের বাইরে বের হয়ে দেখেন বিস্ফোরণ হওয়া ককটেল বোমার যাবতীয় যন্ত্রাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে৷ রাতের অন্ধকারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তার অজানা তবে নির্বাচন কেন্দ্রিক এই ঘটনা ঘটাতে পারেন বলে ধারণা করছেন তিনি৷ পরিবারের নিরাপত্তা চেয়ে ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু বিচার ও জড়িতদের আইনের আওতায় আনতে সরকার ও প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি৷ এ বিষয়ে থানায় অতিদ্রুত লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি৷

ভুক্তভোগী সাইফুদ্দিনের স্ত্রী মেহনাজ সামরিন জানায়, গত পরশু রাতে কুকুরের ব্যাপক ডাক চিৎকার হলে বাইরে বের হতেই কারা চলে যায় বোঝা যায় নি৷ প্রতিদিনের মতো আজও বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ বিকট আওয়াজে দুই কান বন্ধ হয়েছিল বিস্ফোরনে তেমন ক্ষতি না হলেও অনেক আতঙ্কে সময়টুকু পার করছেন৷ পরে স্বামী স্ত্রী দুজন মিলে বাড়ির পাশে থাকা ভাই ও প্রতিবেশীর সহযোগিতায় ঘর থেকে বের হয়ে গেটের কাছে বিস্ফোরণ হওয়া ককটেল ভগ্নাংশ পড়ে আছে৷ নিরাপত্তা চেয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন৷

প্রতিবেশী আবু রায়হান জানায়, রাতে হঠাৎ বিকট আওয়াজে ঘুম ভাঙ্গে প্রতিবেশী সাইফুদ্দিনের বাড়িতে এসে দেখি ককটেলের জিনিসপত্র পড়ে রয়েছে এটি যেই করুক আইনের আওতায় আসা উচিত৷প্রতিবেশী শেরআলী গাজী জানায়, এমন নেক্কারজনক কাজ যেই করুক না কেন সেটা অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত প্রশাসনের সহযোগিতায় প্রকৃত আসামি সামনে উঠে আসবে তখন রহস্য জানা যাবে এমনটায় প্রত্যাশা করেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসী৷

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানায়, এলাকার বাইরে থাকায় ইউপি সদস্যদের নিকট থেকে ঘটনাটি জেনে সেখানে গ্রাম পুলিশ ও ইউপি সদস্যদের পাঠানো হয়েছে৷ মূল রহস্য জানা যায়নি তবে ঘটনা স্থলে থানা পুলিশের টিম কাজ করছে৷ প্রশাসনের সহযোগিতায় অবশ্যই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনলে শাস্তি পাবেন৷এ বিষয়ে কলারোয়া থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত ওসি নাসির উদ্দীন মৃধা জানায়, ঘটনা শোনার পর নিজের পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে৷ লিখিত অভিযোগ এখোনো পাওয়া যায়নি তবে ঘটনার তদন্ত পূর্ব ব্যবস্থা নেওয়া হবে ৷




Leave a Reply

Your email address will not be published.