সমাজের আলো : করোনাভাইরাসের নিত্যনতুন উপসর্গের কথা জানা যাচ্ছে। এমনই এক উপসর্গ কাঁচা মাছের গন্ধ পাওয়া। সাধারণত জ্বর, কাশি, খাবারের স্বাদ ও গন্ধের অনুভূতি হারানো, শরীর ব্যথার মতো উপসর্গগুলো আমাদেঅর জানা। করোনা থেকে সেরে উঠেছেন এমন ব্যক্তিরা কাঁচা মাছের গন্ধ, পোড়া গন্ধ (আশে পাশে কোনো কিছু না পুড়লেও) পাচ্ছেন। এই উপসর্গটি একেবারেই নতুন বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই অসুখের নাম প্যারোস্মিয়া। অল্প বয়সী এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যেই এই উপসর্গ বেশি দেখা যাচ্ছে। স্বাস্থ্যকর্মীরা এই ভাইরাসের সংস্পর্শে বেশি থাকছে বলেই নাকি তাদের মধ্যে এই প্রবণতা দেখা যাচ্ছে। মনে করছেন ইংল্যান্ডের ইএনটি (নাক-কান-গলা) বিশেষজ্ঞ ডা. নির্মল কুমার। মূলত এই ভাইরাসটি নার্ভাস সিস্টেমকে গিয়ে আঘাত করার কারণেই এই ধরনের উপসর্গ দেখা যাচ্ছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড কেয়ার অ্যাক্সিলেন্স এর মতে, দীর্ঘদিন ধরে করোনায় আক্রান্তদের মধ্যে শ্বাসকষ্ট, হাত, পা ব্যথা, বুকে ব্যথা, ক্লান্তি ও স্বাদ-গন্ধহীনতার মতো উপসর্গ থাকে। আর এরই সঙ্গে যুক্ত হয়েছে এই প্যারোস্মিয়া অর্থাৎ যখন আক্রান্ত কাঁচা মাছের গন্ধ পাওয়া।




Leave a Reply

Your email address will not be published.