সমাজের আলো: প্রশাসনের কোন আনুমতি নেই। কাউকে জানানোর প্রয়োজন মনে হয়নি।গায়ের জোরে গরুর হাট বসানো হয়েছে সদর উপজেলার কাথন্ডা বাজারে।করোনার মধ্যে এক প্রভাবশালির নেতৃত্বে অবৈধ হাট বসিয়ে আদায়ের অভিযোগ উঠেছে। সদর উপজেলার মফিজুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ সদরের , কাথন্দা বাজারে রবিবার ও বুধবার কাঁচামালসহ অন্যন্যা মালামাল কেনা বেচার হাট বসে। আর এই বাজারটি মফিজুল ইসলামকে ইজারা দেওয়া হয়। কিন্তু মফিজুল ইসলাম ইজারা নেওয়ার নামে প্রভাব খাটিয়ে ইজারা আইন ভঙ্গ করে শনিবার ও মঙ্গলবার কাথন্দা বাজারে অবৈধভাবে হাট বসিয়ে দেশী গরু ও চোরাই পথে আসা ভারতীয় গরু আমদানি করেন। একইসাথে মফিজুল ইসলামসহ তার লোকজন কাথন্দা বাজারে স্থানীয় প্রশাসনের কাছ থেকে গরু ক্রয় বিক্রয়ের জন্য অনুমতি নিয়ে দেশী গরু ও ভারতীয় গরু কাথন্দা বাজারে কেনাবেচা করছে। শনিবার ও মঙ্গলবার সপ্তায় ২ দিন প্রায় ২/৩ শতাধিক দেশী গরু ও ভারতীয় ছোট বাচ্চুর গরু আমদানি করা হয়। অবৈধভাবে কাথন্দা বাজারে গরু হাট বসিয়ে মফিজুল ইসলাম ও তার লোকজন গরু ক্রেতাদের কাছ থেকে গরু প্রতি ৪৫০ থেকে শত টাকা থেকে ৮ শত টাকা আদায় করছে।
সদরের স্থানীয় এক পশু হাটের ইজারাদার জানান, একদিকে করোনায় সরকার অনুমোদিত আবাদেরহাটসহ বিভিন্ন এলাকার পশুর হাটগুলোতে গরু কেনাবেচা কম থাকায় হাটের ইজারা মালিকদের ব্যাপক ক্ষতি হচ্ছে। আবার অন্যদিকে অবৈধভাবে কাথন্দা বাজারে পশুর হাট বসানোর ফলে সরকার অনুমোদিত পাশর্^বর্তী আবাদেরহাটসহ বিভিন্ন এলাকার পশুর হাটগুলো রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সরকার অনুমোদিত আবাদেরহাটসহ বিভিন্ন এলাকার পশুর হাটগুলো দিন দিন ক্ষতির মুখে পড়ছে।
অবৈধ পশুর হাট একদিকে করোনা ঝুকি বাড়াচ্ছে।অন্যদিকে সরকার হারাচ্ছে লাখ লাখ রাজস্ব।




Leave a Reply

Your email address will not be published.