সমাজের আলো। ।পুলিশ হেফাজতে নির্যাতনে সন্তানের মৃত্যুর ১৫ দিনেও আটক হয়নি মূলহোতা এসআই আকবর হোসেন ভূঁইয়া, যাকে পালাতে সহায়তার অভিযোগ আছে পুলিশের বিরুদ্ধেই। মামলার তদন্তেও ধীরগতি। অসহায় মা ছালমা বেগম তাই গতকাল রবিবার বেলা ১১টায় নেমে এলেন রাজপথে, যে পুলিশ ফাঁড়ির নির্যাতনে মৃত্যু হয় রায়হানের, সেটির সামনেই কাফনের কাপড় গায়ে চাপিয়ে জানালেন- অপরাধীরা গ্রেপ্তার না হলে থাকবেন আমরণ অনশনে। যদিও বিকাল ৫টায় সিটি মেয়র ও গণ্যমান্যদের অনুরোধে সেই অনশন তুলে নেন রায়হানের মা। অনশন ভাঙাতে গিয়ে সঠিক বিচার না হলে সবাইকে নিয়ে রাজপথে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ছালমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার সন্তানকে হত্যা করে পুলিশের বড় কর্তাদের সামনে দিয়ে পালিয়ে গেল আকবর। আমাদের প্রশাসন অনেক দক্ষ, নিশ্চয়ই তারা জানে আকবর কোথায়, কিন্তু ধরছে না। অন্য দোষীদেরও রাখা হয়েছে জামাই আদরে। তাদের একসঙ্গে গ্রেপ্তার না করে একজন একজন করে আদালতে এনে সময় নষ্ট করা হচ্ছে। কয়দিন পর সবাই এ ঘটনা ভুলে যাবে। আমি ডেকেও কাউকে আর পাব না। সন্তানকে পেলাম না, হয়তো সন্তান হত্যার বিচারও দেখে যেতে পারব না। এর চেয়ে রাস্তায় বসে মরে যাওয়াই ভালো।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *