হাফিজুর রহমান শিমুলঃ

ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এর কারিগরি সহযোগিতায়
মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র বাস্তবায়নে রবিবার (২১ মে) সকাল ৯ টায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের হলরুমে বাঁধরক্ষা কমিটির সদস্যদের সাথে ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়। নারী নেতৃত্বাধীন সিএসও দের অংশগ্রহণমুলক জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্প, ফেজ-২ এর আওতায় বাঁধরক্ষা কমিটির সদস্যদের সাথে ওরিয়েন্টেশনে প্রতিটি ইউপিতে চেয়ারম্যান ও ১২ জন সদস্য নিয়ে কমিটি গঠিত হয়। এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ সংস্কার ও নদীর পাড়ে গাছ লাগানো ইত্যাদি বিষয়কে দৃষ্টি আকর্ষন করে ওরিয়েন্টেশন সভায় বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী শাহ ইলিয়াস, নুরুল হক, মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র চেয়ারপার্সন ছকিনা পারভীন, ইউপি সদস্য জি. এম. জবেদ আলী, সাইফুর রহমান, মোঃ ইউছুফ আলী, মোঃ নূর হোসেন, মোঃ জামাল ফারুক, রুহুল কুদ্দুস গাজী, মোঃ আব্দুল গফফার, মোছাঃ রাশিদা খলিল ১,২,৩ আসনের মহিলা সদস্য, মোছা: সাজিদা খাতুন ৪,৫,৬ আসনের মহিলা সদস্য, নাদিরা পারভীন ৭,৮,৯ আসনের মহিলা সদস্য, মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র প্রকল্প পরিচালক শেখ আব্দুল্লাহ গোবিন্দ ঘোষ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দরা।




Leave a Reply

Your email address will not be published.