সোহরাব হোসেন সবুজ, নলতা : কালিগঞ্জের নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষ্যাধিক টাকার মৎস্য নিধনের মত জঘন্যতম ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে এবং সকালে স্থানীয়দের চোখে পড়ে। মৎস্য চাষী দরিদ্র দিনমজুর সাইদুল ইসলাম (৪৩) কাশিবাটি আব্দুল কাদের খানের পুত্র। স্থানীয়রা সহ ভুক্তভোগী সাইদুল জানান, প্রতিদিনের মত আগের দিন বিকালে সে মাছের পুকুরে খাদ্য দিয়ে চলে যায়। পরদিন সকালে সে এবং স্থানীয়রা পুকুরে মাছ ভাসতে দেখে। এবং কিছুক্ষণের মধ্যে ঐ পুকুরের কয়েক মণ মাছ মারা যায়। যাতে প্রায় লাক্ষাধিক টাকার মাছ বিনষ্ট হয়েছে বলে জানা যায়। তাদের ধারনা গভীর রাতে কে বা কারা এই বিষ প্রয়োগ করেছে। ভুক্তভোগীর ভাই জাকির হোসেন জানান, সাইদুল এরাকার মধ্যে একজন দিনমজুর ও নিরীহ মানুষ। তার উপর কারো রাগ থাকার কথা না। তবুও এমনটা হয়েছে নিছক হিংসার কারণে। তাই ভুক্তভোগীর পরিবার এহেন ঘৃণিত কাজের তথ্য অনুসন্ধান সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *