সমাজের আলো : রাতে স্কুলে জুয়া পরিচালনা, পতিতা এনে ফুর্তি, চুরিসহ নানা অভিযোগে কালিগঞ্জ উপজেলার ৩৫ নং নিজদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরী পলাশ চন্দ্র বিশ্বাস কে অপসাররন ও গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩-আগষ্ট) বিকাল সাড়ে ৪টার সময় নিজদেবপুর গ্রামবাসীর আয়োজনে নিজদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন কর্মসূচিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও অভিবাবক আলহাজ্ব খুরশিদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জালাল উদ্দীন, অভিভাবক রাসেল তরফদার, মিঠু সরদার, আবু বক্কর গাজী, আলহাজ্ব তাহাজ্জাত হোসেন, মোস্তফা, মামুন মল্লিক, রাশেদ মল্লিক, মহিউদ্দীন মোড়ল প্রমুখ। ব্যক্তরা বলেন, উপজেলার নিজদেবপুর গ্রামের বিষ্ণুপদ বিশ্বাসের পুত্র পলাশ(২৫) এলকার একজন চিহ্নিত চোর, জুয়াখোর, নারী লোভী ব্যাক্তি। সে অত্র স্কুলে নিয়োগ পাওয়ার পর হতে রাতে স্কুল পাহারা দেওয়ার নাম করে। জুয়ার আসর বসানো সহ বাহির হতে ভ্রাম্যমান পতিতা ভাড়া করে এনে রাতে ফুর্তি করাসহ এলাকায় নানান অসামাজিক কার্যকলাপ করে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার আমরা অত্র স্কুলের সভাপতি তানজিলা পারভীন, প্রধান শিক্ষক আসাদুজ্জামান বাচ্চু সহ উপজেলা সহকারি শিক্ষা কর্মকতা প্রকাশ বাবু কে বলেও কোন প্রতিকার পাইনি। গত (১আগষ্ট) রবিবার নিজদেবপুর গ্রামের মৃত আব্দুর জব্বারের পুত্র আক্কাজ আলীর বাড়ীতে দিন-দপুরে চুরি সংঘঠিত হয়। নগত ১৬ হাজার টাকা, একটি ড্রিল মেশিন ও ১টি ডিভিডি প্লেয়ার চুরি হয়। চোরাইকৃত মালামাল ঐদিন চোর চক্র রায়পুর গ্রামের বেলপুর ঋষিপাড়ায় ১হাজার টাকায় বিক্রি করে। নগত ৫”শত টাকা নেওয়ার পর বাকি ৫শত টাকা আনতে যেয়ে চোর চক্রের সদস্য রায়পুর গ্রামের গোলাম মল্লিকের পুত্র সুমনকে(১৭) কৌশলে গ্রামবাসী ধরে ফেলে। তার স্বীকারোক্তীতে অপর ২ সদস্য নিজদেবপুর গ্রামের রমজান গাজীর পুত্র আতিক সরদার (১৫) , এবং রায়পুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র সাইদুল ইসলাম(১৬) কে গ্রামবাসী আটক করে গণধোলাই শুরু করে। ঐ সময় আটককৃত ৩ চোর তাদের মালামাল গ্যাং লিডার পলাশের কাছে রেখে তার নির্দেশে সেগুলো বিক্রি করে দেয় বলে জানায়। ঐ সময় গ্রামবাসী নৈশ প্রহরী পলাশকে চুরির অভিযোগে গণপিটুনী দিয়ে স্থানীয় চৌকিদার আঃ গনির মাধ্যমে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা হতে উপ-পরিদর্শক সিহাবুর রহমান ঘটনাস্থল হতে বিকালে নৈশ প্রহরী পলাশ সহ ৪জনকে চুরি অভিযোগে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহকর্তা আক্কাজ আালীর গত (০২-আগষ্ট) সোমবার থানায় দায়েরকৃত মামলায় পলাশকে পুলিশ রহস্যজনক ভাবে ২৪ ঘন্টা আটকের পর ছেড়ে দিয়ে বাকী ৩জনকে ঐ চুরির ঘটনায় জেল হাজতে প্রেরণ করে। উক্ত ঘটনা এলকাসী জানতে পেরে ফুঁসে ওঠে। বক্তরা আরো বলেন, পলাশ গত কয়েক মাস আগে এলাকার দশম শ্রেনীর এক ছাত্রীকে ফুসলিয়ে পার্শ্ববতী বিলের মৎস্য ঘেরে নিয়ে আপত্তিকার অবস্থায় গ্রামবাসী ধরলে ৮০ হাজার টাকা জরিমানা দিয়ে সে যাত্রায় রেহায় পায়। য আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ভাইরাল হয়। এছাড়াও গত বছর শ্যামনগরে এক হিজড়া মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়লে সেখানে বখাটেদের ২০হাজার টাকা দিয়ে ছাড়া পায়। তাছাড়াও লকডাউনের সময় স্কুল বন্ধ থাকায় পাহারার নামে স্থানীয় জুয়াড়ীদের রাতভর ভাড়া দিয়ে জুয়া পরিচালনা করা সহ বাহির হতে ভ্রাম্যমান পতিতা এনে নাচ-গান ও ভূর্তি করে থাকে। তার মত একজন চোর, লম্পট, জুয়াবাজ নৈশ প্রহরী অত্র স্কুল হতে বরখাস্ত অপসারণ ও গ্রেপ্তারের জন্য জেলা প্রশাসক মহোদয় ও জেলা পুলিশ সুপার মহোদয়, উপজেলা নিবার্হী কর্মকর্তা, থানা অফিসার্স ইনজার্জ, উপজেলার শিক্ষা কর্মকর্তার নিকট জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। তা না হলে লম্পট পলাশের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের হুককি দেন। এ ব্যাপারে অত্র স্কুলের মানেজিং কমিটির সভাপতি তানজিলা পারভীনের নিকট জিজ্ঞাসা করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, আমি বিষয়টি উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছি। প্রধান শিক্ষককে এ ব্যাপারে মিটিং ডাকার কথা বলেছি। বিষয়টি লজ্জা জনক। অত্র স্কুলে প্রধান শিক্ষক আছাদুজ্জামান বাচ্ছুর নিকট জানতে চাহিলে ঘটনার সত্যতা স্বীকারক এবং মিটিং না ডাকার ব্যাপারে সভাপতিকে দোষারোপ করেন। এব্যাপারে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা প্রকাশ এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা শামছুনাহারের মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও ওনারা রিসিভ করেনি। এ ব্যাপারে অভিযুক্ত নৈশ প্রহরী পলাশের নিকট মুঠো ফোনে ঘটনার সত্যতা জানতে চাহিলে তিনি তার বিরুদ্ধে চক্রান্ত ও ফাসানো হয়েছে বলে সাংবাদিকদের জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *