সমাজের আলো : টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার সঙ্গে চার দেখায় কখনো জিতেনি বাংলাদেশ। ক্রিকেটের মাইটিদের সঙ্গে তাই অধরা জয়টা লুপে নেওয়ার বড় সুযোগ পেয়ে হাতছাড়া করেনি টাইগাররা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই মাঝারি লক্ষ্য গড়েও বোলিং নৈপুণ্যতায় অজিদের হারিয়েছে স্বাগতিকরা। স্পিনার নাসুম আহমেদের দারুণ বোলিংয়ে ২৩ রানের জয় পায় বাংলাদেশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় ‘হোম অফ ক্রিকেট খ্যাত’ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ৭ উইকেট হারিয়ে ১৩১ তোলে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০৮ রানে থামে অজিরা। বোল হাতে ক্যারিয়ার সেরা চার উইকেট নেন নাসুম। মাঝারি লক্ষ্য তাড়া করতে এসে ইনিংসের ওভারের প্রথম বলেই শেখ মেহেদীর শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার অ্যালেক্স ক্যারি। অপর প্রান্তে থাকা জশ ফিলিপে পরের ওভারে ফেরান নাসুম আহমেদ। ৫ বলে ৯ রান করে ফেরেন তিনি। তৃতীয় ওভার বল করতে এসে প্রথম বলেই নতুন ব্যাটসম্যান মোয়াসেস হেনরিকসকেও সাজঘরে ফিরিয়ে সফরকারীদের ভিত নাড়িয়ে দেন সাকিব আল হাসান। মাত্র ১১ রানে তিন উইকেট হারানো অস্ট্রেলিয়াকে খাদ থেকে টেনে তোলেন মিচেল মার্শ ও অধিনায়ক ম্যাথু ওয়েড। এই দুই ব্যাটসম্যানের ৩৮ রানের জুটিতে আঘাত হানেন নাসুম। দশম ওভারের চতুর্থ বলে ফাইন লেগে মুস্তাফিজের দারুণ ক্যাচে ফেরেন অজি অধিনায়ক। ২৩ বলে মাত্র ১৩ রান করেন তিনি।




Leave a Reply

Your email address will not be published.