রবিউল ইসলাম : সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হযরত শাহছুফী আলহাজ্জ খানবাহাদুর আহছানউল্লা (র.) এঁর বার্ষিক ৫৭ তম ৩দিন ব্যাপী ওরছ শরীফ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্য পরিবেশের মধ্য দিয়ে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে আগামিকাল ৯ ফেব্রুয়ারি হতে অনুষ্ঠিত হবে। এদিকে প্রতি বছরের ন্যায় এবারও আশেকানদের আগমনে কালিগঞ্জের নলতা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আশেকানদের আল্লাহু আল্লাহু ধ্বনিতে গোটা এলাকা মুখরিত হয়ে উঠেছে। দেশের শাখা মিশন থেকে হাজারো ভক্তগন নলতায় আসতে শুরু করছে। তবে বিভিন্ন দেশ থেকে আগত ভক্তদের সংখ্যা এবছর কম বলে জানা গেছে। সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল এমপি জানান, ওরছ মাহফিল সুন্দর ভাবে পরিচালনা করার জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষ এবছর প্রায় (এক হাজার) স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে। সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষে মোড়ে মোড়ে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের ফ্রি থাকা ও খাওয়ার জন্য ১০টি গেষ্ট হাউজসহ ক্যাম্পের ব্যাবস্থা করা হয়েছে। ওরছ শরীফে আসা ভক্তদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য খোলা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। সকল প্রকার যোগাযোগের জন্য নলতা মিশনে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ওরছ চলাকালিন সময়ে পথ নির্দেশনার জন্য প্রতি মোড়ে মোড়ে সেচ্ছা সেবক দল তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে।




Leave a Reply

Your email address will not be published.