সমাজের আলো : চেতনা নাশক ঔষধ দিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা দুর্ধর্ষ লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭সেপ্টেম্বর) গভীর রাতে কালীগঞ্জ উপজেলা পারুলগাছা এলাকায় এঘটনা ঘটে তাপস কুমার মন্ডল এর বাড়িতে। ঘটনা সূত্রে জানা যায় গ্রিল ভেঙে,ঘরে প্রবেশ করে, চেতনা নাশক স্প্রে করে বাড়িতে থাকা সবাইকে অচেতন করে ।পরে আলমারি ভেঙে নগদ টাকা, সোনার গহনা, কাপড়, মোবাইল ফোনসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। অচেতন অবস্থায় থাকায় ওই পরিবারের ৪ সদস্যকে এলাকাবাসী সকালে উদ্ধার করে স্থানীয় ডাক্তার তাদের প্রাথমিক চিকিৎসা করলে তাদের স্বাভাবিক জ্ঞান ফিরে আসে। ভুক্তভোগী তাপস কুমার মন্ডল জানান, বাড়ির গ্রিল কেটে উক্ত বাড়ি থেকে নগদ টাকা, মোবাইল,স্বর্ণালংকার সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।স্থানীয় এলাকাবাসী প্রতিনিধিকে আরো জানান। গত কয়েকদিন আগে বিষ্ণুপুর বাবুর বাড়ি এলাকার লোচন মাস্টার এর বাড়িতে অচেতন করার পরিকল্পনা নিলে, ঘর থেকে বাইরে শব্দ শুনলে, লোচন মাস্টার বাইরে আসলে তারা পালিয়ে যায়। চুরি আতঙ্কে ভুগছেন কালিগঞ্জ উপজেলা বিষ্ণুপুরের বিভিন্ন এলাকার মানুষ। প্রায় প্রতি রাতেই কোন কোন বাড়িতে ঘটছে চুরির ঘটনা। বিষ্ণুপুর ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় চুরির হিড়িক পড়ায় এলাকাবাসীর মধ্যে চুরি আতঙ্ক বিরাজ করছে। এঘটনায় এলাকাবাসী দূরত্ব প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published.