সমাজের আলো : দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ একে ফজলুল হকের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন অর্থ বাণিজ্যেরসেই অভিযোগের একটি অডিও প্রকাশের পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরআগে নৌকার প্রার্থী গাজী শওকাত হোসেনকে রাজাকার পুত্র হিসেবে চিহ্নিত করে মনোনয়ন বাতিলের দাবীতে মানববন্ধন সভা সমাবেশও করা হয়। বিষয়টি আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের দৃষ্টিতে এলে পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অভিযোগকারী সজল মুখার্জী পেয়ে যান নৌকার টিকিট।কিন্তু নৌকা হারিয়ে নির্বাচন থেকে সরে যাননি বর্তমান চেয়ারম্যান গাজী শওকাত হোসেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে ১০নং ধলবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান গাজী শওকাত হোসেন ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। গাজী শওকাত হোসেন পেয়েছেন ৫৩৮২ ভোট এবং সজল মূখার্জী পেয়েছেন ৪২৭৬ ভোট।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *