হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জের বালাপোতা শ্রী শ্রী বাবা তারকনাথ ধামে বাবার মাথায় জল দিতে জেলাসহ দেশের বিভিন্ন স্থানের থেকে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। শুক্রবার (৭ এপ্রিল) সকালে বালাপোতা মন্দির প্রাঙ্গনে গিয়ে দেখাগেছে, শত শত মানুষ গাড়ীতে আগমন ঘটে। গত ২০ চৈত্র ৪ এপ্রিল থেকে আনুষ্ঠানিকতা শুরু হয়। ৪৩ বছর পূর্বে অলৌকিকভাবে পরম করুণাময় শ্রীশ্রী বাবা তারকনাথের আবির্ভাব ঘটে। প্রতি বছরের ন্যায় বালাপোতায় এ উপলক্ষে শিবলীলা মহোৎসব ২০২৩ ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ১৯৮০ সাল থেকে মন্দির কমিটির সার্বিক ব্যবস্থাপনায় ব্রতী হতে যাচ্ছে অশুভ শক্তির সংহার সত্য সুন্দর শিব বন্দনা মুখর মহামিলনের মহতী অনুষ্ঠান। বালাপোতায় বাবা তারকনাথ ধামে মন্দিরে মনোবাসনা, কামনা, ভক্তি, শ্রদ্ধা, অর্ঘ নিয়ে বাবার মাথায় জল দিতে সাতক্ষীরাসহ খুলনা, যশোর, বাগেরহাট, পাইগাছা, কপিলমনি, কয়রা, কেশবপুর, মনিরামপুর, শ্যামনগর সহ দেশের অন্যান্য জেলা উপজেলা থেকে হাজার হাজার মানুষের ঢল। মন্দির প্রাঙ্গণে বসেছে মেলা, দোকানপাট। ভারতের তারকেশ্বরে যারা যেতে পারেন না সেই সমস্ত এলাকার মানুষ এখানে আসেন সেকারণে বহু মানুষের সমাগম হয়। হর হর ভোলানাথ বাবার নামে মানত করছে ও প্রণামী দিচ্ছে। মন্দিরে অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে ২০ চৈত্র-৪ এপ্রিল শ্রী শ্রী ডাকাতি কালী পূজা, ২৬ চৈত্র ১০ এপ্রিল অন্যভোগ, ২৭ চৈত্র ১১ এপ্রিল মহাবিষ্য, ২৮ চৈত্র ১২ এপ্রিল কাটাঝাঁপ, ৩০ চৈত্র ১৪ এপ্রিল ছাতুভোগ, বালাপোতা বাবার ধামে মন্দির কমিটির সার্বিক ব্যবস্থাপনায় চৈত্র সংক্রান্তির শেষ দিনগুলোতে আরো ব্যাপক মানুষের উপস্থিতি ঘটবে বলে মন্দির কমিটি জানিয়েছে।

 




Leave a Reply

Your email address will not be published.