সমাজের আলো : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের টিকা কেন্দ্রে সহকারি প্রধান শিক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবু সরদার।এঘটনায় সহকারী প্রধান শিক্ষক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১২ টার সময় মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের টিকা কেন্দ্রে ঘটনাটি ঘটেছে।জানাযায়, সোমবার সকাল থেকে ওই স্কুলে ছাত্রীদের কোভিড-১৯ এর টিকা প্রদানের কার্যক্রম চলছিল। এসময় বাবু সরদার বহিরাগত কয়েকজন লোকজন নিয়ে টিকা কেন্দ্রের ভেতরে ঢুকে তাদেরকে টিকা প্রদান করে চলে যায়।পরবর্তীতে আরো কয়েকজন বহিরাগতদের নিয়ে আবারও টিকা দেওয়ার জন্য কেন্দ্রের ভেতরে প্রবেশ করে সে। বিষয়টি নজরে আসে স্কুলের সহকারী প্রধান শিক্ষক শেখ সেলিম হোসেনের। এসময় তিনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবুকে বহিরাগতদের নিয়ে বাহিরে যাওয়ার জন্য অনুরোধ করেন। এতে বাবু ক্ষিপ্ত হয়ে সহকারী প্রধান শিক্ষককে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন। ঘটনাস্থল থেকে শিক্ষক সেলিম হোসেনকে বাবু সরদারের হাত থেকে বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উদ্ধার করেন। এসময় টিকা কেন্দ্রের কার্যক্রম বন্ধ করার হুমকি প্রদান করেন বাবু। এছাড়া ওই শিক্ষক বিদ্যলয় থেকে বাহির হলে মারধরের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।বিষয়টি সম্পর্কে জানতে মৌতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবু সরদারের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এবিষয়ে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিংকমিটির সভাপতি আশেক মেহেদীর নিকট জানতে চাইলে তিনি বলেন, মৌতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবু প্রধান সহকারী শিক্ষক সেলিম হোসেনের শরীরে ধাক্কা দিয়েছিল। পরবর্তীতে সে জনসম্মুখে ওই শিক্ষকের পায়ে ধরে ক্ষমা চেয়েছে। এছাড়া এমন ঘটনা সে আর কোনদিন করবেনা মর্মে একটি মুচলেকা নেওয়া হয়েছে বলে জানান তিনি।এ বিষয়ে মৌতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবু সরদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক সরদার মাছুম বিল্লাহ জানান, ওসি সাহেবের নির্দেশে আমি ঘটনাস্থলে যায়। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কর্তৃক সহকারী প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার সত্যতা পায়। পরবর্তীতে নবনির্বাচিত চেয়ারম্যান ফেরদাউস মোড়ল ও বিদ্যালয়ের সভাপতি বিষয়টি নিরসন করেছে বলে তিনি জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *