কালিগঞ্জ প্রতিনিধিঃ : সাতক্ষীরার কালিগঞ্জে স্কুল শিক্ষক শহিদুল ইসলাম আজও হাসপাতালে অসহ্য যন্ত্রনায় কাতরাচ্ছে। সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা হলেও আসামীরা রয়েছে বেপরোয়া।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার সন্নাসীর চক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পূর্ব নলতা গ্রামের মৃত ঈমান আলী মোল্যার পুত্র শহিদুল ইসলামের সাথে সহোদর (ভাই) শাহাদৎ হোসেন সাজু (৩৯), রেজাউল ইসলাম নেজু (৩৭), আজগর আলী মোল্যা (৪৪) ও আমজাদ আলী মোল্যা (৪২) দের সাথে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরধরে গত ৩০ আগষ্ট-২২ তারিখে বেলা সাড়ে ১২ টায় পূর্ব পরিকল্পিত ভাবে বে-আইনে জনতা দেশীয় অস্ত্রে শস্ত্রে দলবদ্ধ হয়ে আমজাদ আলী মোল্যার বাড়ির সামনে পথরোধ করে শহিদকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত যখম করে এবং হাতের রগ কেঁটে ফেলে। এসময়ে তার কাছে থাকা দশ হাজার টাকা, দামী মোবাইল, ছিনিয়ে নেয়। ঘটনার সংবাদে স্থানীয় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত কালিগঞ্জ হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করে, অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনা ২৫০ শর্য্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানেও স্কুল শিক্ষক শহিদুল ইসলামের অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছে। এদিকে শহিদকে হত্যার লক্ষে অতর্কিত হামলা ও রগকেটে পঙ্গু করার ঘটনায় তার স্ত্রী রিতা পারভীন উল্লেখিতদের নামে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। এরপর থেকে আসামীরা বেপরোয়া হয়ে মামলা তুলে নেওয়ার জন্য রিতা পারভীনকে হুমকী ধামকী দিচ্ছে। মামলার বাদী পুলিশ ও প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষকে আশু হস্তক্ষেপ কামনা করে গনমাধ্যমকর্মীদের মাধ্যমে আবেদন করেছে।




Leave a Reply

Your email address will not be published.