রবিউল ইসলাম, : কালিগঞ্জ উপজেলা সদরে ৫ নং কুশুলিয়া ইউনিয়ন এর বাজার গ্রামে বয়োবৃদ্ধ দুই বোন মরিয়াম ও রাহেলা অর্থহারে অনাহারে ক্ষুধার জ্বালায় দুঃসহ জীবন কাটাচ্ছে এতিম বিধবা দুই বোনের দেখার কেউ নেই? দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ভিক্ষাবৃত্তি করে লোকের কাছে হাত পেতে অনাহারে অর্ধহারে কোন রকম দিন কাটলেও স্থানীয় মেম্বর চেয়ারম্যান কেউ কোন দিন খোঁজ নেয়নি। অনেক কষ্ট করে বৃদ্ধা অন্ধ মরিয়ম একটি বিধবা ভাতার কার্ড এবং অপর বোন বৃদ্ধা রাহিলা একটি বয়স্ক ভাতার কার্ডের বই পেলেও প্রতারক চক্রের খপ্পরে ভাতার টাকা তাদের ভাগ্যে জোটেনি বলে অভিযোগ করে । মরিয়মের নামে বিধবা ভাতার বইতে এবং রাহিলার নামে বয়স্ক ভাতার বইতে ২০২০ পর্যন্ত ভাতার টাকা উত্তোলনের লিপিবদ্ধ থাকলেও তারা সেটি কোন দিন পায়নি। স্থানীয় কিছু প্রতারক চক্র স্থানীয় মেম্বরের নাম করে বই নিয়ে টাকা উঠিয়ে আবার বই ফেরত দিয়েছে বলে ভুক্তভোগীরা জানান। খোঁজ খবর নিয়ে জানা গেছে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাজার গ্রামে সড়ক ও জনপদ বিভাগের সরকারি খাস জায়গায় একটি ভাঙ্গা জরাজীর্ণ কুড়ে ঘরে বসে দুই বোন অন্ধ মরিয়ম এবং রাহিলা বসবাস করে। তারা সাংবাদিকদের জানান মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া গরীবদের জন্য এত সহায়তা থাকলেও তাদের ভাগ্যে একবার একটি বিধবা ও বয়স্ক ভাতা কার্ড পেলেও বর্তমান সেটিও নাই। ১০ টাকা কেজির চাউলের কার্ড, ভিজিডি কার্ড, ভিজিএফ কার্ড, প্রধানমন্ত্রীর দেওয়া ঈদের ভিজিডি কার্ডের টাকা বা গৃহহীনদের বাসগৃহ নির্মানের কোনটাতে তাদের ভাগ্যে জোটেনি। শুধুমাত্র আশে পাশে বসবাসকারী অসহায় দরিদ্রদের দয়া-দাক্ষিণ্যে কোন রকমে অনহারে অর্ধহারে খেয়ে না খেয়ে বেঁচে আছেন তারা। মরিয়ম ও রাহেলার ভাগ্য বিড়ম্বনার গল্প শুনে জানাযায়, উপজেল সদরের বাজারগ্রামের মরিয়মের সঙ্গে শেখ ­আব্দুল্লার সাথে বিয়ে হয়। বিয়ের পরে তাদের তিনটি সন্তান জন্ম গ্রহন করিলেও পরে সব গুলো মারা যায়। এরপর স্বামী মারা যাওয়ার পর থেকে মরিয়ম সড়ক ও জনপদ বিভাগের সরকারি খাস জায়গায় একটি ঝুপড়ি বানিয়ে বসবাস ও ভিক্ষা করে জীবন চলে তার। বর্তমানে ৭০ বছরের মরিয়ম অসুস্থ্য অন্ধ হয়ে আর হাটা চলা করতে পারেন না। অসুস্থ্য শরীর নিয়ে নিজের ঝুপড়ি ঘরে প্রায় সময় শুয়ে থাকেন। মাঝে মধ্যে লাঠি ভর করে ঘরের বাহির বের হতে হয় খাদ্যের সন্ধানে। বিধবা ভাতার বহি নং-১৭৭, এবং হিসাব নং-১৯, যা ২০২০ সালে পর্যন্ত পেয়েছেন। অপর বোন রাহিলার সঙ্গে একই গ্রামের সইলুদ্দীনের সঙ্গে বিয়ে হয়, বিয়ের পর কোন সন্তান না হওয়ায় এবং স্বামী মারা যাওয়ার পর হতে দুই বোন এক সঙ্গে ভিক্ষাবৃত্তি করে একই ঘরে বসবাস ও জীবন যাপন করে আসছেন। রাহিলার নামে বয়স্ক ভাতার কার্ড নং-২৯১, হিসাব নং-২৯, সেটাও ২০২০ সালে ১৭ এপ্রিল সর্ব শেষ ৩ হাজার টাকা ভাতা দিয়ে আর দেওয়া হয়নি। এর পর থেকে দুই বোনের কপালে সরকারি কোন সাহার্য্য জোটেনি। বর্তমান কঠোর লকডাউনের মধ্যে অসুস্থ্য শরীর নিয়ে ঘরের ভেতরে না খেয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কোন রকম বেঁচে আছে। এক মাত্র পাড়া প্রতিবেশিদের দেখা শুনা এবং দয়া ছাড়া পৃথিবীতে তাদের সমবেদনা জানানোর মত আর কেউ নেই। এলাকার মেম্বর চেয়ারম্যানরা একাধিকবার এলাকায় গেলেও তাদের খবর কেউ রাখেনা। শুধু মাত্র ভোটের সময় আসলে ভোট ভিক্ষার জন্য প্রার্থীরা দ্বারে দ্বারে যাওয়ার সুবাদে তাদের কাছে যায়। তারা নিজেরা জানেনা যে সরকারি খাদ্য সহায়তার পাওয়ার জন্য ৩৩৩ নম্বরে ফোন দিলে খাদ্য পাওয়া যায়। তাই বিষয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী ও ভুক্তভোগী ।




Leave a Reply

Your email address will not be published.