রবিউল ইসলামঃ দরজার গ্রীল কেটে এক স্বাস্থ্য কর্মী ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৬০ হাজার টাকা ও পাঁচ ভরি সোনার গহনা লুট করা হয়েছে। বৃহষ্পতিবার দিবাগত রাত দু’টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বয়ারডাঙা গ্রামে এ ঘটনা ঘটে। নতুন করে আবারো হামলার আশঙ্কায় তারা থানায় অভিযোগ করতে পারেননি।

কালিগঞ্জের নলতা হাসপাতালের প্যাথালজি সহকারি বয়ারডাঙা গ্রামের জামায়াত আলী সরদারের ছেলে আফছার আলী (৫৫) জানান, মেয়ে সোনিয়ার বিয়ে হয়ে যাওয়া ও ছেলে নিয়াজ শরিফ ঢাকার নর্দান ইউনিভার্সিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ায় তারা স্বামী স্ত্রী দু’জন বাড়িতে থাকেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হকের জন্মদিন ও ব্যাগবি’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে খাওয়া দাওয়া শেষে তিনি বৃহষ্পতিবার রাত ১০টায় বাড়ি ফেরেন। রাতে তিনি ও স্ত্রী নীলুফা ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েন। বৃহষ্পতিবার দিবাগত রাত দু’টার দিকে তার বসত ঘরের জানালার গ্রীল কেটে দু’জন দুর্বত্ত মুখোশ পরে তাদের ঘরে ঢোকে। বুঝতে পেরে চিৎকার করার আগেই দুর্বত্তরা তাদের দু’জনের পিস্তলের মুখে জিম্মি করে ফেলে। ওড়না দিয়ে স্ত্রীর দু’ পা বেঁধে ফেলে তাদের দু’জনকে লেপ মুড়ি দিয়ে শুইয়ে দেয়। চিৎকার করলে হত্যার হুমকি দেয় তারা। দুর্বত্তরা শোকেজ ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা ও পাঁচ ভরি সোনার গহনা নিয়ে চল যায়। চলে যাওয়ার আগে বিষয়টি নিয়ে থানা পুলিশ করলে ফল ভাল হবে না বলে হুমকি দিয়ে যায়। তাৎক্ষনিক ভাইপো ইসমাইল, স্থানীয় কলেজ ছাত্র ইসমাইল, দিন মজুর ইব্রাহীমকে জানালে তারা ছুটে আসার আগেই দুর্বত্তরা চলে যায়। খবর পেয়ে মহিলা ইউপি সদস্য খোদেজা বেগম, ইউপি সদস্য শহীদুল ইসলাম ও গ্রাম পুলিশ ইয়াকুব আলী শুক্রবার সকালে তার বাড়িতে আসে। বিষয়টি তিনি তার অফিসের হিসাবরক্ষক মিঃ সবুজকেও অবহিত করেন। নতুন করে হামলার ভয়ে তিনি বিষয়টি থানায় অভিযোগ করতে সাহস পাননি বলে জানান। জানতে চাইলে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন বলেন, বিষয়টি নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাকে কেউ জানায়নি।




Leave a Reply

Your email address will not be published.