হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে, উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগার এর আয়োজনে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগীতায় সেমিফাইনালে
ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি)”অমর একুশে বিতর্ক প্রতিযোগিতা- ২০২৪ পৃথক দুটি সেমিফাইনাল বিতর্ক প্রতিযোগিতা বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় “অর্থনৈতিক অর্জনই প্রবৃদ্ধি উন্নয়নের একমাত্র পরিমাপক” এ বিষয়ের পক্ষে সরকারি দল কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিলের বিপক্ষে বিরোধীদলের ভূমিকায় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে এবং “স্মার্ট বাংলাদেশ বিনিময়ে কারিগরি শিক্ষা একমাত্র চালিকাশক্তি” এ বিষয়ের পক্ষে সরকারি দল নলতা মাধ্যমিক বিদ্যালয় ও বিলের বিপক্ষে বিরোধী দল বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্কিকরা সংসদীয় পদ্ধতিতে অংশগ্রহণ করেন। স্পিকারের দায়িত্ব পালন করেন উপজেলার চৌকস সহকারী কমিশনার (ভূমি) ও কালিগঞ্জ রাজস্ব অফিস গনপাঠাগারের সুযোগ্য সভাপতি মোঃ আজাহার আলী। দুটি সেমিফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দলকে হারিয়ে জয়লাভ করে ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা হয়েছে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী দলনেতা কোহেলি মল্লিক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী দলনেতা মারিয়া সুলতানা। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বুলবুল কবির, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, ও উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগারের সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লা ইব্রাহিম, প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি খাঁন আসাদুর রহমান, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ। প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগারের সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। এ সময় অংশগ্রহণকারী চারটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও কালিগঞ্জ রাজস্ব অফিস গনপাঠাগারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে ও শ্রেষ্ঠ বক্তাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন উপলক্ষে সকাল ১০টায় কালিগঞ্জ মুক্তদ্বার সংসদ কমপ্লেক্স ভবনে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় ও ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর মধ্যে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। বিতর্কের বিষয় পরিবেশ বিপর্যয়ের প্রধান কারণ দ্রুতগতির অর্থনৈতিক উন্নয়ন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *