হাফিজুর রহমান শিমুলঃসাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের উদ্যোগে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম মহোদয়ের নির্দেশনা ও স্বাক্ষরিত সনদপত্র ও অসহায়, হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৪ মার্চ-২০২২) সকাল সাড়ে ৮ টায় উপজেলার চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ে করোনা এক্সপার্ট টিম এর ইউনিয়ন টিম লিডার আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও উপস্থাপনায় সনদপত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন করোনা এক্সপার্ট টিম এর উপদেষ্ঠা, বিশিষ্ট সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল, অতিথি ছিলেন বিষ্ণুপুর ইউপির ৪ নং ওয়াডের সদস্য ফারজানা শওকাত আফি, বীর মুক্তিযোদ্ধা ও করোনা এক্সপার্ট টিমের ইউনিয়ন উপদষ্ঠা শেখ আব্দুর রশিদ, উপস্থিত থেকে সনদপত্র গ্রহন করেন করোনা এক্সপার্ট টিম এর সদস্য রফিকুল ইসলাম গাইন, তাপস কুমার ঘোষ, কওছার আলী খাঁন সোহেল, তাপস কুমার সরকার, ইয়াসমিন নাহার, জাহাঙ্গীর আলম, গ্রাম্য চিকিৎসক তাহেরুন নেছা, আসাদুজ্জামান শিকারী ময়না, পুজা , শেখ নুরুজ্জামান, ইসমাঈল হোসেন সরদার, ভৈরব কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন । উল্লেখ্য যে, কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন করোনা এক্সপার্ট টিম করোনা বিষয়ে জনসচেতনতায় ব্যাপকভাবে প্রচার প্রচারণা, মাইকিং করা, মাক্স বিতরণ, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ৩৩৩ নম্বরের গ্রাহকগনের মাঝে খাদ্য সহায়তা ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করে ইতিমধ্যে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *