হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ ব্রীজের দক্ষিণ পাশে অবস্থিত খানকা শরীফে আউলিয়া সম্রাট খানে আজম খাজা খানজাহান আলী (রঃ) এর স্মরণে তিন দিনব্যাপী বাৎসরিক ৪১ তম ওরছ শরীফ আগামী শুক্রবার (২৫ মার্চ) থেকে শুরু হচ্ছে। খাজা খানজাহান আলীর আশেক আলহাজ খাঁন আবেদার রহমানের সার্বিক তত্ত্বাবধানে ওরছ শরীফে প্রথম দিন (২৫ মার্চ) কোরআন খতম ও ওয়াজ মাহফিল এর মধ্যদিয়ে শুরু হবে। দ্বিতীয় দিন (২৬ মার্চ) হালকায়ে জিকির, হামদ্ নাথ ও কাওয়ালী পরিবেশন করবেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা। শেষ দিনের অনুষ্ঠানের মধ্যে রয়েছে হালকায়ে জিকির, শরীয়তী মারফতি ও কারবালার জারি। এ বিষয়ে আলহাজ্ব খান আবেদার রহমান ওরছ সম্পর্কে এ প্রতিনিধিকে বলেন, প্রতিবছর বাৎসরিক ওরছ শরিফ বৈশাখ মাসের ১০ তারিখ থেকে শুরু হয়। এ বছর বৈশাখ মাসে রোজা হওয়ার কারণে ওরস শরিফের দিন তারিখ পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যে ওরছ শরিফে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী শুক্রবার থেকে তিন দিনব্যাপী ওরছ শরীফে আউলিয়া ভক্ত ও আশেকানদের মিলন মেলা অনুষ্ঠিত হবে। সমগ্র অনুষ্ঠানটি প্রত্যাশা কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার এর ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করবেন এস,কে আব্বাস, বিজয় নিউজ এর সম্পাদক ও প্রকাশক এম হাফিজুর রহমান শিমুল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *